A PHP Error was encountered

Severity: Warning

Message: mysqli::real_connect(): Headers and client library minor version mismatch. Headers:100324 Library:30120

Filename: mysqli/mysqli_driver.php

Line Number: 201

Backtrace:

File: /home/bnnews24/public_html/application/controllers/SS_shilpi.php
Line: 6
Function: __construct

File: /home/bnnews24/public_html/index.php
Line: 316
Function: require_once

আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট: শিরোপা ধরে রাখল বাংলাদেশ
ঢাকা, শনিবার, ২৫ মার্চ ২০২৩, ১১ শ্রাবণ ১৪২৯, ৩ রমজান ১৪৪৪

আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট: শিরোপা ধরে রাখল বাংলাদেশ


প্রকাশ: ২৪ মার্চ, ২০২২ ০৯:৫২ পূর্বাহ্ন


আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট: শিরোপা ধরে রাখল বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: খেলা শেষের বাঁশি বাজতেই সাউন্ড বক্সে বেজে উঠে ‘জয় বাংলা, বাংলার জয়’গানটি। আর লাল সবুজের পতাকা হাতে নিয়ে কাবাডি ম্যাটের চারপাশে ঘুরতে থাকেন তুহিন তরফদার-আরদুজ্জামান মুন্সিরা। ‘বাংলাদেশ, বাংলাদেশ স্লোগানে মুখরিত শহীদ নূর হোসেন ভলিবল স্টেডিয়ামের পুরো গ্যালারি। একদিন পর স্বাধীনতা দিবস। তার আগের দিন কাবাডির হাত ধরে আসল আরেকটি বিজয়। দ্বিতীয় বঙ্গবন্ধু কাপ আন্তর্জাতিক কাবাডিতে অপরাজিত চ্যাম্পিয়ন বাংলাদেশ। 

বৃহস্পতিবার বিকালে ফাইনালে কেনিয়াকে দুটি লোনাহসহ ৩৪-৩১ পয়েন্টে হারিয়ে ট্রফি ধরে রাখার মেতে উঠে সাজুরামের দল। গতবারও এই কেনিয়াকে হারিয়ে প্রথম আসরে শিরোপা জিতেছিল লাল সবুজের দলটি। প্রথমার্ধে স্বাগতিকরা একটি লোনাসহ ১৭-১৪ পয়েন্টে এগিয়ে ছিল। 

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন উপলক্ষে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় “বঙ্গবন্ধু কাপ-২০২২ আন্তর্জাতিক কাবাডি টুর্নামেন্ট”এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সভাপতি ও র‌্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল-মামুনের সভাপত্বিতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন, ও যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মেজবাহ উদ্দিন।

লড়াইটা বাংলাদেশের টেকনিক আর কেনিয়ার পাওয়ার। শারীরিক শক্তি এবং উচ্চতায় এগিয়ে থাকায় কেনিয়ার খেলোয়াড়দের আটকাতে গিয়ে বারবার খেই হারিয়ে ফেলেন তুহিন তরফদার-আরদুজ্জামান মুন্সিরা। আবার পয়েন্ট ছিনিয়ে আনতে গিয়ে রবিউল, জাকির, ফেরদৌসরা নিজেদের কোর্টে আসতে পারেন নি প্রতিপক্ষের দুর্দান্ত ডিফেন্সের জন্য। যে কারণে পাওয়ার ফুল কেনিয়াকে থামানোর জন্য কৌশলে পরিবর্তন আনেন কোচ সাজুরাম। প্রতিপক্ষকে আটকানোর ঝুকিতে না গিয়ে পয়েন্ট আনায় মনযোগ দেয় স্বাগতিকরা। তাতে সফলও হয়। শুরুতে বেশ কিছু সময় ধরে পিছিয়ে থাকা বাংলাদেশ প্রথমার্ধেও শেষ দিকে গিয়ে ছন্দে ফেরে। তুহিন তরফদার লিড এনে দেন। এরপর প্রথমাবের মতো কেনিয়ার সেরা রেইডার ভিক্টরকে আটকে ফেলা বাংলাদেশ উজ্জীবিত হয়ে উঠে। পয়েন্ট ছিনিয়ে এনে কেনিয়ার খেলোয়াড়দেও আউট করতে থাকেন রাজিব-জাকিররা। এই অর্ধে কেনিয়াকে অলআউট করা বাংলাদেশ পায় প্রথম লোনা। ১৭-১৪ পয়েন্টে এগিয়ে থাকায় আত্মবিশ্বাসও বেড়ে যায়। কিন্তু বিরতির পর শুরুতে ভুল করেন ফেরদৌস। প্রতিপক্ষের খেলোয়াড়কে আটকাতে গিয়ে পয়েন্ট উপহার দেন। এক পর্যায়ে রাজিব ও সবুজ আউট হলে লিড নেওয়া কেনিয়ার পয়েন্ট গিয়ে দাঁড়ায় ১৮-১৭। 

তিনজনে পরিণত হওয়া বাংলাদেশের অলআউটের শংকা জাগে। পরক্ষণেই কেনিয়ার ভিক্টরকে আউট করলে সমতা আনে লাল সবুজের দলটি। কিন্তু মুনিরুলের ভুলে আবারও লিড নেয় আফ্রিকান দেশটি। পিছিয়ে পড়া বাংলাদেশকে ম্যাচে ফেরান রাজিব আহমেদ। একাই কেনিয়ার দুই প্লেয়ারকে আউট করে মূল্যবান দুই পয়েন্ট এনে দিলে জেগে উঠে গ্যালারি। এটাই মূলত ম্যাচের অন্যতম টার্নিং পয়েন্ট। পাঁচ পয়েন্টের ব্যবধানে এগিয়ে যায় বাংলাদেশ। দারুণ খেলতে থাকা স্বাগতিকরা ব্যবধান নিয়ে যায় কেনিয়ার ধরাছোয়ার বাইওে (২৯-২১)। একে একে কেনিয়ার ওদিয়াম্বো, নামাবকে আউট করলে পয়েন্ট গিয়ে দাঁড়ায় ৩০-২৩। এমন অবস্থায় বাংলাদেশের জয়টি সময়ের ব্যাপারই মনে হচ্ছিল। কিন্তু বারবার ভুল করেন তুহিন-মুন্সিরা। তাতে পয়েন্টের ব্যবধান কমিয়ে আনে কেনিয়া (৩২-৩১)। ম্যাচের শেষ মিনিটে কেনিয়ার নাম্বার ওয়ান ভিক্টর ভুল করলে দুই পয়েন্ট পাওয়া বাংলাদেশ শিরোপা জয়ের আনন্দে মেতে উঠে।

এক নজরে
চ্যাম্পিয়ন বাংলাদেশ আর রানার্সআপ কেনিয়া। ফাইনাল সেরা- রাজিব আহমেদ, টুর্নামেন্ট সেরা- রাজিব আহমেদ, সেরা রেইডার- ভিক্টর ওবিয়েরো, সেরা ক্যাচার- তুহিন তরফতার।

সাজু রাম গয়াত, কোচ বাংলাদেশ বলেন, ছেলেরা আজ টুর্নামেন্টের সেরাটা খেলেছে। আমার পরিকল্পনা শতভাগ তারা বাস্তবায়ন করেছে। আমি বলেছিলাম, বেশি আক্রমণাত্ম খেলার দরকার নেই। রক্ষণে বেশি মনোযোগ দাও। সেটাই তারা করেছে। টুর্নামেন্টের আমাদের যে লক্ষ্য ছিল চ্যাম্পিয়নশিপ জয়ের সেটা আমরা করতে পেরেছি। মর্যাদার বঙ্গবন্ধু কাপটা আমরা ঘরে রেখে দিতে পেরেছি। সিনিয়র খেলোয়াড়দের পাশাপাশি, তরুণরাও এবার মন জয় করা পারফরম্যান্স উপহার দিয়েছে। বঙ্গবন্ধু কাপ মিশন শেষ হয়েছে। এবার আমাদের লক্ষ্য এশিয়ান গেমস।

কেনিয়ার কোচ, ল্যাভেন্তার ওগুতা ম্যাচশেষে বলেন, আমার ছেলেরা পুরো টুর্নামেন্টেই ভালো খেলেছে। আমার পরিকল্পনা অনুযায়ী খেলেছে। আজ যে খারাপ খেলেছে এমন নয়। তবে আজ তারা অতিরিক্ত আত্মবিশ্বাসী ছিল। ম্যাচে রেফারির ভূমিকা প্রশ্নবিদ্ধ ছিল। ম্যাচে অনেকবার আমরা রেফারির ফেভার পাইনি। শেষ দিকে যেটা রেফারি করেছে সেটা ভালো করেনি। আমাদের রিভিউয়ের কোনো সুযোগই দেয়নি। বাজে রেফারিংয়ের শিকার হয়েছি। রেফারির বিরুদ্ধে আমরা আন্তর্জাতিক কাবাডিতে অভিযোগ জানাব। 
 


   আরও সংবাদ