A PHP Error was encountered

Severity: Warning

Message: mysqli::real_connect(): Headers and client library minor version mismatch. Headers:100324 Library:30120

Filename: mysqli/mysqli_driver.php

Line Number: 201

Backtrace:

File: /home/bnnews24/public_html/application/controllers/SS_shilpi.php
Line: 6
Function: __construct

File: /home/bnnews24/public_html/index.php
Line: 316
Function: require_once

যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কিনতে বাংলাদেশের জন্য দেশটির কৃষি বাণিজ্য কর্মসূচি ঘোষণা
ঢাকা, বুধবার, ২৯ মার্চ ২০২৩, ১৫ শ্রাবণ ১৪২৯, ৭ রমজান ১৪৪৪

যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কিনতে বাংলাদেশের জন্য দেশটির কৃষি বাণিজ্য কর্মসূচি ঘোষণা


প্রকাশ: ২ ফেব্রুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


যুক্তরাষ্ট্রের কৃষিপণ্য কিনতে বাংলাদেশের জন্য দেশটির কৃষি বাণিজ্য কর্মসূচি ঘোষণা


কূটনৈতিক প্রতিবেদক : ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের উপ-মিশন প্রধান জোয়ান ওয়াগনার বলেন, যুক্তরাষ্ট্র সরকার সে দেশের উঁচু মানের কৃষিপণ্য ক্রয়ের জন্য বাংলাদেশি ব্যাংক এবং আমদানিকারকদের অর্থায়নের বিশেষ সুযোগ দেবে।

রোববার ঢাকাস্থ যুক্তরাষ্ট্র দূতাবাসের উপ-মিশন প্রধান জোয়ান ওয়াগনার ঘোষণা প্রদান করেন। 

তিনি বলেন, বাংলাদেশ ইতোমধ্যেই যুক্তরাষ্ট্রের কৃষিপণ্যের জন্য অন্যতম শীর্ষ রফতানি বাজার। উভয় দেশের উপকারার্থে আমাদের বাণিজ্যিক সম্পর্ক আরও এগিয়ে নেয়ার সুযোগ রয়েছে।

ঢাকায় দেশটির কৃষি অ্যাটাশে টাইলার ব্যাবকক বলেন, আমরা আশা করি বাংলাদেশের বেশ কয়েকটি ব্যাংক এ কর্মসূচিতে যুক্ত হওয়ার জন্য আবেদন করবে। তারা সুবিধাজনক শর্তে ঋণের সুযোগ কাজে লাগাতে পারবেন।

বাংলাদেশের বিভিন্ন শীর্ষস্থানীয় ব্যাংক ও শীর্ষ কৃষিপণ্য আমদানিকারকরা এতে অংশ নেন। অংশগ্রহণকারী স্থানীয় ব্যাংকগুলো ১২ মাস পর্যন্ত সময়ের জন্য সম্ভাব্য কম হারের সুদে যুক্তরাষ্ট্রের ব্যাংকগুলো থেকে ডলারে অর্থায়নের সুযোগ নিতে পারবে। বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ক্রেডিট গ্যারান্টি কর্মসূচির জন্য যোগ্য বিশ্বের ১৩০টির মতো দেশের একটি।


   আরও সংবাদ