প্রকাশ: ১৯ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : রাজধানীতে পুলিশের উপর বােমা হামলার ঘটনায় নব্য জেএমবির ২ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের কাউন্টার টেরােরিজম বিভাগ। রোববার (২০ জানুয়ারি) শনিরআখড়া থেকে বিশেষ অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। আসামিরা গুলিস্তান, মালিবাগ, সাইন্স্যাল্যাবসহ ঢাকা শহরের ৫ টি স্থানে পুলিশের উপর বােমা হামলার মূল পরিকল্পনাকারী বলে জানায় পুলিশ। গ্রেফতারকৃতরা হলাে- জামাল উদ্দিন রফিক ও আনােয়ার হােসেন। এ সময় তাদের কাছ থেকে ৪টি মােবাইল ফোন ও একটি ল্যাপটপ উদ্ধার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা জানায়, তারা নব্য জেএমবির সক্রিয় সদস্য এবং ঢাকা। শহরে পুলিশের উপর ৫ টি স্থানে বােমা হামলার সাথে সরাসরি জড়িত। গ্রেফতারকৃত রফিকের নেতৃত্বে গত ২৯ এপ্রিল গুলিস্তান, ২৬ মে মালিবাগ, ২৩ জুলাই পল্টন মােড় ও খামারবাড়ি এবং সর্বশেষ ৩১ আগস্ট সাইন্সল্যাব মােড়ে পুলিশের উপর বােমা হামলা করে। পুলিশের উপর নিক্ষিপ্ত বােমাগুলাে রফিক তার বাড়িতে তৈরি করেছিলাে বলে জানিয়েছে। উল্লেখ্য, পুলিশের উপর হামলার ঘটনায় ইতােপূর্বে ফরিদ উদ্দিন রুমি, আব্দুল্লাহ আজমীর, মেহেদী হাসান তামিম, মিশুক খানদেরকে গ্রেফতার করা হয়েছে। গত ২৩ সেপ্টেম্বর নারায়নগঞ্জ তক্কার মােড়ে রফিক এর বােমা তৈরির কারখানায় কাউন্টার টেরােরিজম এন্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম ইউনিট অভিযান পরিচালনা করে তাজা বােমাসহ বিপুল পরিমাণ বিস্ফোরকদ্রব্য ও অন্যান্য সামগ্রী উদ্ধার করে। গ্রেফতারকৃতরা কালাে পােশাক পরিধান করে খেলনা অস্ত্র, বােমাসহ সুইসাইডাল ভেস্ট পরে বিভিন্ন উগ্রবাদী কথাবার্তা সম্বলিত একটি ভিডিও ক্লিপ অনলাইনে প্রচার করেছিলাে। ভিডিওতে জামাল উদ্দিন। রফিক, ফরিদ উদ্দিন রুমি, আব্দুল্লাহ আজমীর এবং আনােয়ার অংশগ্রহন করেছিলাে। বাংলাদেশ পুলিশের মনােবল ভেঙে দেয়াসহ তাদের উগ্রবাদী সংগঠনের সক্ষমতা ও রিক্রুটমেন্ট ত্বরান্বিত করার মাধ্যমে বাংলাদেশকে অস্থিতিশীল রাষ্ট্রে পরিণত করার লক্ষ্যে অনলাইনে ভিডিও ক্লিপ প্রচার করেছিলো।