ঢাকা, শুক্রবার, ১৭ জানুয়ারী ২০২৫, ৪ জৈষ্ঠ্য ১৪৩১, ১৭ রজব ১৪৪৬

সাতক্ষীরায় কোরোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় আইওএম'র সভা


প্রকাশ: ১৮ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


সাতক্ষীরায় কোরোনা ভাইরাস প্রতিরোধে জনসচেতনতায় আইওএম'র সভা

সাতক্ষীরা থেকে শিমুল : আইওএম সাতক্ষীরার আয়োজনে অনুষ্ঠিত হয়েছে করোনা ভাইরাস প্রতিরোধে সচেতনতা সৃষ্টিতে আলোচনা সভার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১২টায় আইও এম এর সাতক্ষীরা অফিসে জেলা কো-অর্ডিনেটর ইশারাত আলীর সভাপতিত্বে সভায় করোনা ভাইরাস নিয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এ প্রসঙ্গে বক্তব্য রাখেন আইওএম এর গ্রুপ লিডার (১ম) এম হাফিজুর রহমান শিমুল, গ্রুপ লিডার(২য়) গোপাল কুমার মন্ডল, গ্রুপ লিডার (৩য়) ওসমান গনি, গ্রুপ লিডার(৪র্থ) তালেবীন, মরিয়ম ময়না, মামুনুর রশিদ মামুন, রানুকা মন্ডল প্রমুখ। বর্তমান পৃথিবীর আলোচিত বৈশ্বিক সমস্যা করোনা ভাইরাস প্রতিরোধ বিষয়ক জরুরী সভায় বক্তাগন বলেন করোনা ভাইরাস আতঙ্ক নয়, সচেতনতা মূলক কর্মকান্ড বৃদ্ধির মাধ্যমে সবাইকে এই বৈশ্বিক মহামারী প্রতিরোধে এগিয়ে আসতে হবে। ইতিমধ্যে সাতক্ষীরার জেলা প্রশাসন ব্যাপক তৎপর হয়ে জনসচেতনতায় কাজ করছেন। 

এরই অংশ হিসাবে আন্তর্জাতিক অভিবাসন  সংস্থা(আইওএম) জনসচেতনতায় এগিয়ে এসেছে এবং সভা সেমিনার ও লিফলেট বিতরণ করছে।

জনসচেতনতামুলক এ সভায় উপস্থিত ছিলেন আইওএম এর সাতক্ষীরা জেলায় কর্মরত কর্মী ও কর্মকর্তাবৃন্দ।


   আরও সংবাদ

A PHP Error was encountered

Severity: Notice

Message: fwrite(): write of 34 bytes failed with errno=122 Disk quota exceeded

Filename: drivers/Session_files_driver.php

Line Number: 263

Backtrace:

A PHP Error was encountered

Severity: Warning

Message: session_write_close(): Failed to write session data using user defined save handler. (session.save_path: /var/cpanel/php/sessions/alt-php56)

Filename: Unknown

Line Number: 0

Backtrace: