Severity: Warning
Message: mysqli::real_connect(): Headers and client library minor version mismatch. Headers:100324 Library:30120
Filename: mysqli/mysqli_driver.php
Line Number: 201
Backtrace:
File: /home/bnnews24/public_html/application/controllers/SS_shilpi.php
Line: 6
Function: __construct
File: /home/bnnews24/public_html/index.php
Line: 316
Function: require_once
প্রকাশ: ২৭ জানুয়ারী, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন
কূটনৈতিক প্রতিবেদক : সন্ত্রাসের বিরুদ্ধে বাংলাদেশ ও ভারত জিরো টলারেন্স মেনে চলে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন
রোববার বসুন্ধরা কনভেনশন সেন্টারে ঢাকায় ভারতীয় হাই কমিশন আয়োজিত দেশটির ৭১তম গণতন্ত্র দিবস উদযাপন অনুষ্ঠানে যোগ দিয়ে এ কথা বলেন পররাষ্ট্রমন্ত্রী।
তিনি বলেন, উভয় দেশের মধ্যে বিদ্যমান সম্পর্ক উন্নয়ন আরও উচ্চতায় পৌঁছুবে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বে দেশটি সমৃদ্ধের পথে এগিয়ে যাচ্ছে।
মোমেন বলেন, ভারতের সেনারা আমাদের মুক্তিযোদ্ধাদের সঙ্গে একই কাতারে যুদ্ধ করেছেন। ভারতের এ অবদান বাংলাদেশের মানুষ কৃতজ্ঞচিত্তে স্মরণ করে। ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বাংলাদেশের বিজয়, ভারতের বিজয়।
ভারতীয় হাই কমিশনার রীভা গাঙ্গুলী দাশ বলেন, স্বাধীনতার ৭০ বছরে ভারত একটি ভাইব্র্যান্ট গণতন্ত্রে পরিণত হয়েছে। গণতন্ত্র ও সহমত ভারতের সংবিধানের মূলমন্ত্র। যা তার ফরেন পলেসিতে বজায় রয়েছে।
এ সময় ভারতীয় হাইকমিশনার রীভা গাঙ্গুলী বলেন, ভারত ও বাংলাদেশের সম্পর্ক গণতন্ত্র, ধর্ম নিরপেক্ষতা ও একই সংস্কৃতির ওপর দাঁড়িয়ে আছে। আমরা এবার ভারতের দ্বিতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ প্রয়াত কূটনীতিক সৈয়দ মোয়াজ্জেম আলী ও তৃতীয় সর্বোচ্চ পুরস্কার পদ্মশ্রী এনামুল হককে দিতে পেরে আমরা সম্মানবোধ করছি।