ঢাকা, সোমবার, ০৮ ডিসেম্বর ২০২৫, ২৩ চৈত্র ১৪৩২, ১৭ জ্বমাদিউল সানি ১৪৪৭

তুমি ও আমি!


প্রকাশ: ১৫ অগাস্ট, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


তুমি ও আমি!

আবদুল মান্নান : তুমি আকাশের তারা হয়ে থাক
আমি জমিনের মানুষ হইয়া তোমারে দেখি।
তুমি সূর্য ডুবডুব ভাব হয়ে থাক 
আমি মেহনত শেষে ঘরে ফিরতে থাকি।
তুমি উনুনে পাতিল বসায়া রাখ 
আমি শ্রমের ফসল লইয়া আসি।
শ্রান্তি শেষে তোমার হাসিমাখা মুখ
আমার সকল যাতনার উপশম ও সুখ।
তুমি বৃক্ষের মতো ছায়া বিলায়া দাও
আমি তোমায় ছড়াইয়া দেই গভীর থেকে গভীরে।
তুমি দহনে পুরিতে থাকা কাঠ 
আমি তোমার চুলার কড়াইয়ে ভাঝা খৈই।

ফেসবুক টাইম লাইন থেকে সংগৃহত


   আরও সংবাদ