ঢাকা, বৃহস্পতিবার, ১৮ এপ্রিল ২০২৪, ৫ ভাদ্র ১৪৩১, ৯ শাওয়াল ১৪৪৫

বার্সেলোনা ছাড়ছে লিওনেল মেসি, কাছে পেতে উদ্যমী তিন ক্লাব


প্রকাশ: ২৫ অগাস্ট, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


বার্সেলোনা ছাড়ছে লিওনেল মেসি, কাছে পেতে উদ্যমী তিন ক্লাব

   

বিএন নিউজ ডেস্ক : বার্সেলোনায় থাকতে চাইছেন না লিওনেল মেসি। গতকাল মেসির আইনজীবীরা বার্সেলোনার কাছে একটি ফ্যাক্স পাঠিয়েছে, যেখানে বলা হয়েছে আর্জেন্টাইন ফরোয়ার্ড আর বার্সেলোনায় থাকবেন না। আগামী বছরের জুন পর্যন্ত বর্তমান চুক্তির মেয়াদ থাকলেও রিলিজ ক্লজের ঝামেলা মিটিয়ে আগেই চুক্তি বাতিল করতে চান। মেসির ক্যাম্প ন্যু ছাড়ার ঘোষণার পরপরই ইউরোপের তিন ক্লাব মেসিকে পেতে উদ্যমী হয়ে উঠেছে।

৩৩ বছর বয়সী সুপারস্টারকে পেতে আগ্রহী ইন্টার মিলান, ম্যানচেস্টার সিটি ও প্যারিস সেন্ত জার্মেইয়ে (পিএসজি)। ইতালির ক্লাব দীর্ঘদিন ধরেই মেসিকে পেতে আগ্রহী। এজন্য বেশ কয়েকবার মেসির এজেন্টের সঙ্গে কথাও চালিয়েছে তারা। কিন্তু বারবার ব্যর্থ হয়েছে।

মেসিকে পেতে ২৬০ মিলিয়ন ইউরো প্রস্তুত রেখেছে ইন্টার মিলান। মেসির বাবা এরই মধ্যে মিলানের পোর্ত নোভা অঞ্চলে বাড়ি কিনেছেন। পাশাপাশি সেখানে একাধিক ব্যবসা প্রতিষ্ঠান গড়ার সিদ্ধান্ত নিচ্ছেন। দুই পক্ষের আলোচনা অনেকটাই এগিয়েছে। শেষ পর্যন্ত দুই পক্ষের আলোচনা কোথায় গিয়ে ঠেকে সেটাই দেখার। 

মেসি ঠিকানা ইতালি হলে সবচেয়ে বেশি খুশি হবে ফুটবল ভক্তরা। সেখানে এরই মধ্যে দুই মৌসুম কাটিয়ে দিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসিও ইতালি লিগে ফিরলে পুনরায় বিশ্বের সেরা দুই ফুটবলারের একই মঞ্চে লড়াই হবে।

মেসিকে পেতে সবচেয়ে বেশি তৎপর ম্যানচেস্টার সিটি। সিটির কোচ পেপ গার্দিওলা মেসিকে পেতে আগ্রহী। তার অধীনে মেসি ক্যারিয়ারের স্বর্ণ সময় কাটিয়েছে। ইংলিশ গণমাধ্যম বলছে, সিটির পাশাপাশি মেসিরও ইপিএলে অংশগ্রহণের আগ্রহ আছে। পাশাপাশি সেখানে আছে মেসির সবচেয়ে কাছের বন্ধুর সার্জিও অ্যাগুয়েরো। দুইজনের রসায়ন বেশ জমতে পারে এমনটাই বিশ্বাস করে ফুটবল ভক্তরা।

পিএসজি মেসিকে পেতে আগ্রহী। এজন্য যত টাকা প্রয়োজন তারা খরচ করতে রাজি। পিএসজি চ্যাম্পিয়নস লিগের রানারআপ হয়েছে। এ দলে আছে নেইমার, কিলিয়ান এমবাপের মতো তারকা। মেসি যোগ দিলে পিএসজি আরও শক্তিশালী হয়ে উঠবে তা বলার অপেক্ষা রাখে না। মেসির জাতীয় দলের সতীর্থ ডি মারিয়াও রয়েছে। মেসির সঙ্গে দীর্ঘদিন বার্সেলোনায় খেলেছেন নেইমার। 

পিএসজি মেসিকে ফেরালে দুই বন্ধু খেলবেন একই সঙ্গে। নেইমারকে পেতে ২২২ মিলিয়ন ইউরো খরচ করেছিল পিএসজি। এবার বাই আউট ক্লজে মেসিতে পেতে তাদের খরচ করতে হবে ৭০০ মিলিয়ন ইউরো।


   আরও সংবাদ