ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

যেভাবে সহজে জানা যাবে এসএসসি’র ফলাফল


প্রকাশ: ৩০ মে, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


যেভাবে সহজে জানা যাবে এসএসসি’র ফলাফল

   

স্টাফ রিপোর্টার : আজ রোববার (৩১ মে) প্রকাশিত হবে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষার ফলাফল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এদিন সকাল ১০টায় গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে ফল ও ফলের পরিসংখ্যান প্রকাশ করেছে।

এবছর প্রথমবারের মতো এসএসসি ও সমমানের পরীক্ষার ফলাফল কেন্দ্র ও শিক্ষাপ্রতিষ্ঠানে পাঠানো হবে না, শুধু ডিজিটালি ফল প্রকাশ করা হবে। অনলাইনে শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইট থেকে এবং মুঠোফোনে ফল জানা যাবে।

আন্তঃশিক্ষাবোর্ডের সভাপতি ও ঢাকা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান অধ্যাপক মু. জিয়াউল হক বলেন, ‘যেসব পরীক্ষার্থীরা ফল পেতে রেজিস্ট্রেশন করেছে তাদের কাছে জিপিএ গ্রেডসহ সরাসরি ফল চলে যাবে। অন্যরা ওয়েবসাইটে ঢুকে ফল দেখবে।’ এছাড়া টেলিটকের এসএমএস-এর মাধ্যমেও ফল জানা যাবে।

প্রথমে SSC লিখে স্পেস দিয়ে যেকোনো একটি বোর্ডের ইংরেজিতে বড়হাতের ১ম তিনবর্ণ লিখে স্পেস দিয়ে ইংরেজিতে এসএসসি/দাখিলের রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2020 লিখে 16222 নাম্বারে পাঠিয়ে দিলে রেজাল্ট চলে আসবে।তবে টেলিটক নাম্বার থেকে মেসেজ করা হলে ফলাফল দ্রুত পাওয়া যাবে। নিছে একটা ডেমো দেয়া হলো:
SSC DHA/MAD/COM ROLL 2020 >16222

এছাড়াও দেশের সব শিক্ষা বোর্ডের ওয়েবসাইটগুলোতে এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করা হবে।

যে লিংকে জানা যাবে এসএসসি ফলাফল পাওয়া যাবে- পূর্ণাঙ্গ নম্বরপত্রসহ ফলাফল দেখার লিংক-
www.eboardresults.com/app/

শুধুমাত্র গ্রেডিং পদ্ধতিতে ফলাফল দেখার লিংক-
www.educationboardresults.gov.bd/


   আরও সংবাদ