ঢাকা, শনিবার, ২৭ জুলাই ২০২৪, ১২ অগ্রহায়ন ১৪৩১, ২০ মহররম ১৪৪৬

বিমান বাহিনীর সহায়তায় ঢাকায় আনা হয়েছে চিকিৎসক রওনককে


প্রকাশ: ২২ অগাস্ট, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


বিমান বাহিনীর সহায়তায় ঢাকায় আনা হয়েছে চিকিৎসক রওনককে

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসে আক্রান্ত বগুড়ার টিএমএসএস মেডিকেল কলেজ হাসপাতালের  চিকিৎসক অধ্যাপক ডাঃ একেএম রওনক হোসেন চৌধুরীকে জরুরী ভিত্তিতে বগুড়া থেকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে। 

রোববার (২৩ আগস্ট) বিকালে বাংলাদেশ বিমান বাহিনীর একটি এমআই-১৭১এসএইচ হেলিকপ্টার যোগে তাকে ঢাকায় আনা হয় বলে জানিয়েছে আএসপিআর।

সিভিল পাওয়ারের সহায়তায় বেসামরিক প্রশাসনকে সহায়তা প্রদানের প্রতিশ্রুতি নিশ্চিতকল্পে বাংলাদেশ বিমান বাহিনী করোনাভাইরাস প্রতিরোধে জরুরী বিমান পরিবহন এবং মেডিক্যাল ইভাকোয়েশন (মিডাভ্যাক) সেবা পেশাদারিত্বের সাথে অব্যাহত রেখেছে।

বাংলাদেশ বিমান বাহিনী প্রধান এর প্রয়োজনীয় দিক নির্দেশনায় উক্ত মেডিক্যাল ইভাকোয়েশন (মিডাভ্যাক) মিশন পরিচালনা করা হয়।

পরবর্তীতে তাকে উন্নত চিকিৎসার জন্য বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতাল প্রেরণ করা হয়েছে বলে জানান।
 


   আরও সংবাদ