ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

যবিপ্রবির ঝিকরগাছা স্টুডেন্টস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ইফতার বিতরণ


প্রকাশ: ৯ মে, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


যবিপ্রবির ঝিকরগাছা স্টুডেন্টস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ইফতার বিতরণ

   

যবিপ্রবি থেকে নাজিম : যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ঝিকরগাছা স্টুডেন্টস ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে আজ।

ঝিকরগাছা ভিত্তিক যবিপ্রবির ছাত্র কল্যাণ ও সামাজিক সেবা মুলক সংগঠন ঝিকরগাছা স্টুডেন্টস ওয়েলফেয়ার সোসাইটি তাদের নিজেদের সংগঠনের ৮ জন অসচ্ছল শিক্ষার্থীর পরিবারকে ইফতার সামগ্রী দিয়েছে।

প্রতি পরিবারকে ২ কজি ছোলা, ২ কেজি ডাউল, ২ কেজি তেল, ২ কেজি আলু, এক কেজি  চিনি, এক কেজি পেয়াজ, ৫০০ গ্রাম সেমাই ও দুই প্যাকেট  নুডুলস দেওয়া হয়।

এর আগে ছাত্রছাত্রী ও শিক্ষকদের অর্থায়নে ৫০টি গরিব অসহায় পরিবারকে আনুমানিক ২ সপ্তাহের খাবার সামগ্রী উপহার দিয়েছে এই সামাজিক সংগঠন।

সংগঠনের পক্ষ থেকে বলা হয় যে "এই মহামারী সময় আমরা আমাদের পক্ষ থেকে সর্বাত্মক চেষ্টা করছি গরিব অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর। দেশের সকল বিশ্ববিদ্যালয়ের সামাজিক সংগঠনগুলো  এই দুর্যোগে এগিয়ে আসলে  আমরা হয়তো অনেকটাই এই সমস্যার সমাধান করতে সক্ষম হব।


   আরও সংবাদ