ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

চৌগাছায় কেন্দ্র সচিবের বিরুদ্ধে জেএসসি পরীক্ষার্থীদের অভিযোগ


প্রকাশ: ১৬ নভেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


চৌগাছায় কেন্দ্র সচিবের বিরুদ্ধে জেএসসি পরীক্ষার্থীদের অভিযোগ

   

চৌগাছা (যশোর) প্রতিনিধি : চৌগাছায় জেএসসি পরীক্ষায় ছারা পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্র সচিব কাজী গোলাম মোস্তফার বিরুদ্ধে ক্যালকুলেটর কেড়ে নেয়ার অভিযোগ করেছেন শিক্ষার্থীরা। 

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসারের নিকট লিখিত অভিযোগ দিয়েছে ২০ জন শিক্ষার্থী ও কয়েকজন অভিভাবক। 

তারা সবাই হাজী সরদার মর্ত্তজ আলী মাধ্যমিক বিদ্যালয় থেকে জেএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। 

রোববার বিকেল পাঁচটায় উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে তারা ওই কেন্দ্র সচিবের বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছেন। উপজেলা নির্বাহী অফিসার জাহিদুল ইসলাম লিখিত অভিযোগ পাওয়ার কথা নিশ্চিত করে বলেছেন বিষয়টি তদন্ত পূর্বক ব্যবস্থা নেয়া হবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ১৪ নভেম্বর জেএসসির গণিত পরীক্ষায় চৌগাছা ছারা পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্রের (কেন্দ্র কোড-৩০৯) ২০২ নম্বর কক্ষে পরীক্ষা দিচ্ছিল হাজী সরদার মর্ত্তজ আলী মাধ্যমিক বিদ্যালয়লের শিক্ষার্থীরা। এসময় তারা কেন্দ্রে অনুমোদিত ক্যালকুলেটর ব্যবহার করছিল। শিক্ষার্থী ও মত্তুর্জ আলী মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষকরা অভিযোগ করে বলেন পরীক্ষা চলাকালে কেন্দ্র সচিব ও ছারা পাইলট বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক কাজী গোলাম মোস্তফার নির্দেশে ওই কক্ষের পরিদর্শকগণ তাদের ক্যালকুলেটর কেড়ে নেন।

তাদের অভিযোগ হাজী সরদার মর্ত্তজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের মেধাবী শিক্ষার্থীরা যেন পরীক্ষায় ভাল রেজাল্ট করতে না পারে সে উদ্দেশ্যে পরিকল্পিতভাবে কেন্দ্র সচিবের নির্দেশে তাদের ক্যালকুলেটর কেড়ে নেয়া হয়। জোরপূর্বক ক্যালকুলেটর কেড়ে নেয়ায় পরীক্ষার্থীদের মধ্যে ভীতিকর পরিবেশ সৃষ্টি হয়। এ কারণে নির্দিষ্ট সময়ের মধ্যে ওই শিক্ষার্থীরা পরীক্ষার উত্তরপত্র সম্পন্ন করতে পারেনি। 

শিক্ষার্থীদের দাবি, উপজেলার অন্য কোন কেন্দ্রে এভাবে ক্যালকুলেটর কেড়ে নেয়া হয় নি। বিষয়টির তদন্তপূর্বক দোষীদের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আবেদন করেছেন তারা। 

অভিযোগে শিক্ষার্থী ফারজানা আক্তার মিতু, তাহিয়াত ফাতেমা তোয়া, লাবিবা ওয়াসি লানিয়া, জান্নাতুল মিম, তারিন আলম তনি, শারমিন আক্তার নুপুর, মেহনাজ পারভীন মিরা, শাহানাজ আক্তার অর্থিজা, নূরজাহান ইয়াসমিন রিয়া, ফারহানা ইয়াসমিন তিন্নি, আয়েশা আক্তার মিম্মা, তামান্না ইয়াসমিন তিন্নি, সাজেদা খাতুন, নুরজাহান ইয়াসমিন রিয়া, সুমাইয়া খাতুন, আয়েশা আক্তার, মোহনা, কুলসুমা খাতুন, ফারজানা আক্তার স্বাক্ষর করেছেন। রবিবার বিকেলে অভিযোগটি জমা দেয়ার সময় এসকল শিক্ষার্থীদের সাথে মনিরুল ইসলাম উজ্জল, আজমির হোসেন, খাইরুজ্জামানসহ বেশ কয়েকজন অভিভাবক উপস্থিত ছিলেন।

হাজী মর্ত্তজ আলী মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, আমার স্কুলের শিক্ষার্থীরা যেন ভাল ফলাফল করতে না পারে এজন্য ওই কেন্দ্র সচিব পরিকল্পিতভাবে অনুমোদিত ক্যালকুলেটর কেড়ে নেন। এ কারণে আমাদের মেধাবী শিক্ষার্থীরা নির্দিষ্ট সময়ের মধ্যে উত্তরপত্র সম্পন্ন করতে পারেনি।

তিনি আরো বলেন, উপজেলা অন্য কোন কেন্দ্রেই এভাবে ক্যালকুলেটর কেড়ে নেয়া হয়নি।

তবে ছারা পাইলট বালিকা বিদ্যালয় কেন্দ্র সচিব কাজী গোলাম মোস্তফার সাথে মোবাইলে যোগাযোগ করার চেষ্টা করা হলে তার নম্বরটি বন্ধ পাওয়া যায়।


   আরও সংবাদ