ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ ভাদ্র ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

চৌগাছায় পিইসি-এবতেদায়ী পরীক্ষার্থীদের বিদায় সংম্বর্ধনা


প্রকাশ: ১৩ নভেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


চৌগাছায় পিইসি-এবতেদায়ী পরীক্ষার্থীদের বিদায় সংম্বর্ধনা

   

চৌগাছা (যশোর) প্রতিনিধি : যশোরের চৌগাছায় বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেণির সমাপনী (পিইসি)পরীক্ষার্থীদের বিদায় সংম্বর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে চৌগাছা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আলোচনা ও বিদায় অনুষ্ঠানের আয়োজন করা হয়।


বিদ্যালয়ের হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দিন।

সহকারি শিক্ষক মহিদুল ইসলামের সঞ্চালনায় বক্তৃতা করেন উপজেলা সহকারি শিক্ষা অফিসার গোলাম কিবরিয়া ও সঞ্জয় ঘোষাল। 

এছাড়াও বক্তৃতা করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক মুজিবুল ইসলাম, মামুন শামীম, আকলিমা খাতুন, কোহিনুর বেগম, নাজনীন সুলতানা, আঞ্জুমানআরা, তাসমী এলাহী, নাছরিন আক্তার, নার্গিস আক্তার, শামীমা আক্তার, নাজনীন রহমান ও রহিমা খাতুন। 

আলোচনা সভা শেষে বিদ্যালয়টি থেকে প্রাথমিক সমাপনী পরীক্ষায় অংশ নেয়া ১১৫ জন শিক্ষার্থীকে স্কেল, কলম, ক্লিপবোর্ডসহ বিভিন্ন প্রকারের শিক্ষা সামগ্রী প্রদান করা হয়।

একইদিন উপজেলার বিভিন্ন সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মাদরাসাগুলিতে ৫ম শ্রেণির সমাপনী ও এবতেদায়ী পরীক্ষায় অংশ গ্রহনকারী শিক্ষার্থীদের বিদায় সংম্বর্ধনা দেয়া হয়।


   আরও সংবাদ