ঢাকা, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ ভাদ্র ১৪৩১, ১৭ শাওয়াল ১৪৪৫

অ্যামাজন আগুনে এনজিও সংস্থাকে দুষছে ব্রাজিল সরকার


প্রকাশ: ২৩ অগাস্ট, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


অ্যামাজন আগুনে এনজিও সংস্থাকে দুষছে ব্রাজিল সরকার

   


ডেস্ক নিউজ: গত কয়েক সপ্তাহ ধরে রেকর্ড সংখ্যক আগুনে পুড়ছে বিশ্বের বৃহত্তম রেইন ফরেস্ট আমাজন। ব্রাজিলের স্পেস রিসার্চ সেন্টার (আইএনপিএ) বলেছে, শুধুমাত্র এই বছরেই আমাজনে ৭২ হাজার ৮৪৩টি আগুন লাগার ঘটনা ঘটেছে। যা ২০১৮ সালের চেয়ে ৮৪ গুণ বেশি। শুধুমাত্র বৃহস্পতিবার থেকেই ৯ হাজার ৫০০টি আগুনের ঘটনা রেকর্ড করা হয়েছে। বিবিসি, এক্সপ্রেস, নিউইয়র্ক পোস্ট।

নাসার আকুয়া স্যাটেলাইটে ধরা পড়েছে, ১১ আগস্ট থেকে ১৩ আগস্ট পর্যন্ত ব্রাজিলের রোডোনিয়া, আমাজোনাস ও মাতো গ্রোসো রেকর্ড পরিমাণ আগুনে পুড়ছে। আমাজনের আগুনের ধোঁয়ার কারণে সোমবার ব্রাজিলের সাও পাওলো ব্ল্যাকআউটের কবলে পড়ে।

ব্রাজিল সরকার এক বিবৃতিতে জানিয়েছেন, অ্যামাজনে আগুন লাগার পেছনে দেশে এনজিও সংস্থাগুলো হাত রয়েছে। জানা যায় ব্রাজিল সরকারের সাথে দেশের অবস্থানরত এনজিও সংস্থাগুলোর মধ্যে সম্পর্ক ভালো যাচ্ছে না। 

বিশ্ব রাজনীতির গবেষকগণ মনে করছেন, অ্যামাজনে আগুন লাগানোর পেছনে একটি রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে।

আমাজন হলো পৃথিবীর বৃহত্তম ট্রপিক্যাল রেইন ফরেস্ট। আমাজনকে পৃথিবীর ফুসফুস বলা হয়। পৃথিবীর শতকরা ২০ ভাগ অক্সিজেন একাই যোগান দেয় আমাজন। এই আমাজন বন গত ১৬ দিন ধরে জ্বলছে। অথচ মেইনস্ট্রিম মিডিয়াগুলোর সে খবর নাই। পুড়ে শেষ হচ্ছে পৃথিবীর ফুসফুস। আশঙ্কাজনক হারে বেড়ে যাচ্ছে কার্বন ডাই অক্সাইড। বিপন্নের মুখে প্রাণিকূল ও পৃথিবীর অস্তিত্ব।


   আরও সংবাদ