ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

চলতি মাসে বন্যার আশঙ্কা 


প্রকাশ: ১ সেপ্টেম্বর, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


চলতি মাসে বন্যার আশঙ্কা 

   

ভারী মৌসুমী বৃষ্টির কারণে চলতি মাসে (সেপ্টেম্বর) দেশের উত্তর-পূর্বাঞ্চল ও দক্ষিণ-পূর্বাঞ্চলের কিছু জায়গায় স্বল্পমেয়াদি বন্যার সৃষ্টি হতে পারে। বাংলাদেশ আবহাওয়া অধিদফতরের সেপ্টেম্বর মাসের আবহাওয়ার পূর্বাভাসে এমন তথ্য জানা যায়।

তথ্যমতে, দেশে এ মাসে হতে পারে স্বাভাবিক বৃষ্টিপাত। বঙ্গোপসাগরে সৃষ্টি হতে পারে এক থেকে দুটি মৌসুমী নিম্নচাপ। দেশের প্রধান নদীগুলোতে পানি বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হতে পারে।

এ মাসে দেশে দৈনিক গড় বাষ্পীভবন ৩ দশমিক ২৫ থেকে ৪ দশমিক ২৫ মিলিমিটার এবং সূর্যের গড় কিরণকাল ৪ দশমিক ৭৫ ঘণ্টা থেকে ৫ দশমিক ৭৫ ঘণ্টা থাকতে পারে।

দীর্ঘমেয়াদি পূর্বাভাসে সেপ্টেম্বরে বৃষ্টিপাতের বিষয়ে বলা হয়, ঢাকায় স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ২৭৮ মিলিমিটার, হতে পারে ২৫০ থেকে ৩০৫ মিলিমিটার; ময়মনসিংহে স্বাভাবিক বৃষ্টিপাতের পরিমাণ ৩৫২ মিলিমিটার, হতে পারে ৩১৫ থেকে ৩৮৫ মিলিমিটার; চট্টগ্রামে স্বাভাবিক ৩১৭ মিলিমিটার, হতে পারে ২৮৫ থেকে ৩৮৫ মিলিমিটার; সিলেটে স্বাভাবিক ৪০৭ মিলিমিটার, হতে পারে ৩৬৫ থেকে ৪৫০ মিলিমিটার; রাজশাহীতে স্বাভাবিক ৩১৫ মিলিমিটার, হতে পারে ২৮৫ থেকে ৩৪৫ মিলিমিটার; রংপুরে স্বাভাবিক ৪১৭ মিলিমিটার, হতে পারে ৩৭৫ থেকে ৪৬০ মিলিমিটার; খুলনায় স্বাভাবিক ৪১৭ মিলিমিটার, হতে পারে ২৫০ থেকে ৩০৫ মিলিমিটার এবং বরিশালে স্বাভাবিক ৩১৬ মিলিমিটার, হতে পারে ২৮৫ থেকে ৩৫০ মিলিমিটার বৃষ্টিপাত।

দীর্ঘমেয়াদি পূর্বাভাস দেয়ার জন্য গতকাল রোববার বিশেষজ্ঞ কমিটির নিয়মিত বৈঠক ঝড় সতর্কীকরণ কেন্দ্রে অনুষ্ঠিত হয়। সভায় আবহাওয়ার প্রাপ্ত উপাত্ত, ঊর্ধ্বাকাশের আবহাওয়ার বিন্যাস, বায়ুমণ্ডলের বিভিন্ন স্তরের বিশ্লেষিত আবহাওয়া মানচিত্র, জলবায়ু মডেল, ক্লাইমেট প্রেডিক্টটিভিলিটি টুল (সিপিটি), অপেক ক্লাইমেট সেন্টার (এপিসিসি), আইআরআই, বিশ্ব আবহাওয়া সংস্থা অনুমোদিত গ্লোবাল প্রডিউসিং সেন্টারসহ (জিপিসিএস) বিভিন্ন দেশ/সংস্থার আবহাওয়া সেন্টারের তথ্য বিশ্লেষণ করে এ তথ্য জানায় আবহাওয়া অফিস।


   আরও সংবাদ