ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৫ ভাদ্র ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

বিজ্ঞানী ড. দিলীপ কুমার সাহার মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শোক


প্রকাশ: ২৩ অগাস্ট, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


বিজ্ঞানী ড. দিলীপ কুমার সাহার মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রীর শোক

   

স্টাফ রিপোর্টার : বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের সাবেক চেয়ারম্যান ও বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ড. দিলীপ কুমার সাহা আর নেই। তাঁর এমন মৃত্যুতে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

সোমবার (২৪ আগস্ট) এক শোক বার্তায় মন্ত্রী বলেন, বাংলাদেশে শান্তিপূর্ণ কাজে পরমাণু শক্তির ব্যবহারের ক্ষেত্রে প্রয়াত ড. দিলীপ কুমার সাহা উল্লেখযোগ্য ভূমিকা পালন করেছেন। তাঁর মৃত্যুতে জাতি একজন স্বনামধন্য পরমাণু বিজ্ঞানীকে হারালো। 

আজ বাংলাদেশ সময় দিবাগত রাত ৩:৫২ মিনিটে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন। 

প্রয়াত ড. দিলীপ কুমার সাহা ১৯৫৯ সালে মানিকগঞ্জের সাটুরিয়া উপজেলার বাওখন্ড গ্রামে জন্ম গ্রহণ করেন।  মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৬২ বছর।

তিনি প্রয়াতের আত্মার শান্তি কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।


   আরও সংবাদ