ঢাকা, রবিবার, ২৮ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫

ক্যাবল নেটওয়ার্কে টিভিক্রমে ব্যত্যয়, দুই প্রতিষ্ঠানকে জরিমানা


প্রকাশ: ৭ জুলাই, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


ক্যাবল নেটওয়ার্কে টিভিক্রমে ব্যত্যয়, দুই প্রতিষ্ঠানকে জরিমানা

   

স্টাফ রিপোর্টার : বেসরকারী টেলিভিশন চ্যানেলগুলো সম্প্রচার শুরুর তারিখের ক্রমানুসারে সম্প্রচারের সরকারী নির্দেশনা অনুসরণে ব্যর্থ হওয়ায় দু’টি প্রতিষ্ঠানকে পৃথক ২টি মামলায় ক্যাবল টেলিভিশন নেটওয়ার্ক পরিচালনা আইন ২০০৬ অনুসারে জরিমানা করা হয়েছে। 

ক্যাবল নেটওয়ার্ক ডিস্ট্রিবিউটর দু’টি প্রতিষ্ঠান বেঙ্গল গ্রুপের নেশনওয়াইড মিডিয়া লিমিটেড ও মোহাম্মদী গ্রুপের জাদু ভিশন লিমিটেডকে মঙ্গলবার ৭ জুলাই ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের অধিনে পরিচালিত অভিযানে নিয়মভঙ্গের দায়ে ৫০ হাজার টাকা করে জরিমানা করা হয়। 

উল্লেখ্য, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন চ্যানেল ওনার্স (অ্যাটকো) এর সাথে আলোচনাক্রমে তথ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী ক্যাবল নেটওয়ার্কে প্রথমে রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল এবং এরপর বেসরকারি স্যাটেলাইট টিভি চ্যানেলগুলো তাদের সম্প্রচার শুরুর তারিখের ক্রমানুসারে সম্প্রচারের নিয়ম। 

পূর্বে নেটওয়ার্ক অপারেটররা তাদের মর্জি মাফিক চ্যানেলগুলোর ক্রম ঠিক করতো এবং প্রথমদিকে স্থান পাবার জন্য, এমনকি কোনো এলাকায় টিভি চ্যানেল যাতে দেখা যায় সেজন্যও অসুস্থ প্রতিযোগিতার নানা অভিযোগ ছিল। 

তথ্য মন্ত্রণালয়ের দায়িত্ব গ্রহণের পর মন্ত্রী ড. হাছান মাহমুদের নির্দেশে প্রত্যেক জেলায় মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে এটিকে নিয়মের মধ্যে আনা হয়। এ বিষয়টি তদারকের জন্য রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে ঝটিকা অভিযান অব্যাহত রয়েছে।

বর্তমান নির্দেশনা মোতাবেক সম্প্রচার শুরুর তারিখ অনুসারে পূর্ণ সম্প্রচারে থাকা ৩০টি বেসরকারি টেলিভিশন চ্যানেল ক্যাবল নেটওয়ার্কে প্রদর্শনের ক্রমবিন্যাস।


   আরও সংবাদ