ঢাকা, সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২০ শাওয়াল ১৪৪৫

খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিন সন্ত্রাসী নিহত


প্রকাশ: ২৫ অগাস্ট, ২০১৯ ১৪:০০ অপরাহ্ন


খাগড়াছড়িতে সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিন সন্ত্রাসী নিহত

   

খাগড়াছড়ির দিঘীনালায় সেনাবাহিনীর সঙ্গে গোলাগুলিতে তিন সন্ত্রাসী নিহত হয়েছেন। নিহতরা ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ- প্রসীতপন্থী) সদস্য বলে জানা গেছে। এসময় তিনটি আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে।

আজ সোমবার সকালে এই ঘটনা ঘটে বলে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

খাগড়াছড়ির পুলিশ সুপার মো. আহমার উজ্জামান গণমাধ্যমকে জানান, দীঘিনালা উপজেলার দুর্গম বড়াদম এলাকায় সেনাবাহিনীরা অভিযান চালালে সন্ত্রাসীরা তাদের লক্ষ্য করে গুলি ছুড়ে। আত্মরক্ষার্থে সেনাবাহিনী গুলি ছুড়ে। এতে তিনজন নিহত হয়েছে বলে শুনেছেন তিনি।

এখন সেখানে সেনাবাহিনীরা অভিযান চালাচ্ছে। ঘটনাস্থলে পুলিশ যাচ্ছে। তারা যাওয়ার পর হতাহতের প্রকৃত সংখ্যা জানা যাবে, যোগ করেন পুলিশ সুপার।


   আরও সংবাদ