ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

মুক্তিযোদ্ধাদের বাড়িতে খাদ্য পৌঁছে দিচ্ছে সন্তানেরা


প্রকাশ: ৯ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


মুক্তিযোদ্ধাদের বাড়িতে খাদ্য পৌঁছে দিচ্ছে সন্তানেরা

   

স্টাফ রিপোর্টার : বৈশ্বিক দুর্যোগ করোনা পরিস্থিতিতে রাতের আঁধারে অস্বচ্ছল বীর মুক্তিযোদ্ধাসহ হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছে 'আমরা মুক্তিযোদ্ধার সন্তান' সংগঠন।

সংগঠনের পক্ষ থেকে সারাদেশে অপেক্ষাকৃত অস্বচ্ছল মুক্তিযোদ্ধা ও হতদরিদ্র মানুষের তালিকা করে সংগঠনের স্থানীয় নেতৃবৃন্দের মাধ্যমে "উপহার" হিসেবে এসব খাদ্যসামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে। 

গতরাতে আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলা শাখা সদর উপজেলাসহ বিভিন্ন এলাকায় এসব মুক্তিযোদ্ধা পরিবারের কাছে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি পৌঁছে দেন সংগঠনের নেতৃবৃন্দ। 

এসময় সংগঠনের কেন্দ্রীয় সভাপতি সাজ্জাদ হোসেন, প্রেসিডিয়াম সদস্য শহীদ সন্তান ড. কাজী সাইফুদ্দিন, শহীদ এমপি নূরুল হকের কন্যা জোবায়দা হক অজন্তা, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) আল-আমিন মৃদুল, যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল মামুন, দপ্তর সম্পাদক আহমাদ রাসেল, সিলেট মহানগর শাখার সভাপতি  আতাউর রহমান, কৃষি বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি ডাঃ আবুল বাশার জুয়েল ভিডিও কনফারেন্সে স্থানীয় নেতৃবৃন্দের সাথে কথা বলেন এবং এসব উপহার সামগ্রী পৌঁছে দেয়ার ব্যাপারে দিক নির্দেশনা দেন।

নেতৃবৃন্দ সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে নিরাপদে ও সতর্কতার সাথে এসব উপহার সামগ্রী বীর মুক্তিযোদ্ধাদের বাড়ি বাড়ি পৌঁছে দেয়ার আহ্বান জানান। এসময় মুক্তিযোদ্ধা পরিবারের সামাজিক আত্মসম্মানও যাতে অক্ষুন্ন থাকে, এদিকেও বিশেষ নজর রাখতে হবে।

উপহার সামগ্রীর প্রতিটি প্যাকেটে চাল, ডাল, আলু, পিঁয়াজ, তেল, লবন, আটা, সাবান ও ডিটারজেন্ট সরবরাহ করা হয়।

নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের প্যাকেট সরবরাহ কার্যক্রম সমন্বয় করেন আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ জেলার সভাপতি শিবলু আহমেদ চৌধুরী, সাধারণ সম্পাদক নাজমুল হক সাংগঠনিক সম্পাদক মুমিনুল হক। আমরা মুক্তিযোদ্ধার সন্তান সুনামগঞ্জ সদর উপজেলা শাখার সভাপতি রুহেল আহমেদ চৌধুরী সাধারণ সম্পাদক নেছার আহমেদ শফিক।


   আরও সংবাদ