ঢাকা, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ ভাদ্র ১৪৩১, ১৮ শাওয়াল ১৪৪৫

করোনা পরীক্ষা করার জন্য যোগাযোগ করুন


প্রকাশ: ৯ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


করোনা পরীক্ষা করার জন্য যোগাযোগ করুন

   

স্টাফ রিপোর্টার : বাংলাদেশে ১৭ টি প্রতিষ্ঠানের ল্যাবরেটরিতে নভেল করোনাভাইরাসের (কোভিড-১৯) নমুনা সংগ্রহ করে পরীক্ষা করা হচ্ছে। 

কোভিড-১৯ সংক্রমণ শনাক্তের জন্য সরকারের পক্ষ থেকে ২৮টি ল্যাবরেটরির পরিকল্পনার কথা বলা হলেও এখন পর্যন্ত ১৮টি ল্যাবরেটরিতে নমুনা পরীক্ষা শুরু হয়েছে।

বৃহস্পতিবার (৯ এপ্রিল) পর্যন্ত এই সব ল্যাবে মোট ৬ হাজার ১৭৫টি নমুনা পরীক্ষা করা হয়েছে।

স্বাস্থ্য অধিদফতরের পক্ষ থেকে বলা হয়েছে, যদি কারও মধ্যে সংক্রমণের আশঙ্কা থাকে তবে সংশ্লিষ্ট ব্যক্তি ১৬২৬৩ ও ৩৩৩ নম্বরে ফোন করতে পারবেন।

ব্যক্তিগতভাবে নমুনা শনাক্তকরণ ল্যাবেও যোগাযোগ করা যাবে।

স্বাস্থ্য অধিদফতরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউট (আইইডিসিআর) বাংলাদেশে এই প্রতিষ্ঠানটিতেই প্রথম থেকে কোভিড-১৯ শনাক্তকরণ পরীক্ষা হয়ে আসছি। এই প্রতিষ্ঠানে যোগাযোগের জন্য আছে দুইটি হান্টিং নম্বর। নম্বরগুলো হলো ০১৯৪৪৩৩৩২২২ ও ১০৬৫৫।

এ ছাড়াও প্রতিষ্ঠানটির মেইল আইডি iedcrcovid19@gmail.com ও তাদের ফেসবুক পেজ Iedcr, COVID-19 Control Room এ যোগাযোগ করেও নমুনা সংগ্রহের কথা বলা যায়।

মহাখালীর ইনস্টিটিউট অব পাবলিক হেলথ (জনস্বাস্থ্য ইনস্টিটিউট)। ফোন নম্বর: ০২-৮৮২১৩৬১।
ঢাকা শিশু হাসপাতাল ও স্বাস্থ্য গবেষণা ফাউন্ডেশন (সিএইচআরএফ)। ফোন নম্বর: ০২-৪৮১১০১১৭।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআর, বি)। ফোন নম্বর: ০৯৬৬৬-৭৭১১০০।
ইনস্টিটিউট ফর ডেভলপিং সায়েন্স অ্যান্ড হেলথ ইনিশিয়েটিভ অ্যান্ড হেলথ সার্ভিসেস (আইডিইএসএইচআই)। মোবাইল নম্বর: ০১৭৯৩-১৬৩৩০৪।
ঢাকার ন্যাশনাল ইনস্টিটিউট ল্যাবরেটরি মেডিসিন। ফোন নম্বর: ০২-৯১৩৯১৭।
ঢাকা মেডিকেল কলেজ। ফোন নম্বর: ০২-৫৫১৬৫০৮৮।
ঢাকার আর্মড ফোর্সেস ইনস্টিটিউট অব প্যাথলজি। মোবাইল নম্বর: ০১৭৬৯-০১৬৬১৬
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়। মোবাইল নম্বর: ০১৮৬৬-৬৩৭৪৮২
চট্টগ্রামের বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস। ফোন নম্বর: ০৩১-২৭৮০৪২৬।
রংপুর মেডিকেল কলেজ। মোবাইল নম্বর: ০১৫২১-৬৩৩৮৮।
রাজশাহী মেডিকেল কলেজ। মোবাইল নম্বর: ০১৭২১-৭৭২১৫০।
ময়মনসিংহ মেডিকেল কলেজ। ফোন নম্বর: ০৯১-৬৬০৬৩।
সিলেটের ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল। ফোন নম্বর: ০৮২১-৭১৩৬৬৭।
খুলনা মেডিকেল কলেজ। ফোন নম্বর: ০৪১-৭৬০৩৫০।
বরিশাল শেরে-ই-বাংলা মেডিকেল কলেজ। ফোন নম্বর: ০৪৩১-২১৭৩৫৪৭।
কক্সবাজার মেডিকেল কলেজ। মোবাইল নম্বর: ০১৮২১-৪৩১১৪৪।


   আরও সংবাদ