প্রকাশ: ৯ ফেব্রুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন
বিনোদন ডেস্ক : বলিউড বাদশা শাহরুখ খান তার নিজের ক্যারিয়ারে ব্যাপারের যেমন সচেতন, তেমনই সচেতন নিজের ছেলে-মেয়েদের ক্ষেত্রে। স্কুলের পড়ালেখার পাশাপাশি আরও নানা কাজে তাদের দক্ষ করে তুলছেন তিনি। সম্প্রতি ছোট ছেলে আবরাম খানের বেশ কিছু ছবি পোস্ট করেছিলেন শাহরুখ খান।
আবরাম খানের কয়েকটি ছবি শেয়ার করে শাহরুখ খান জানিয়েছিলেন, ‘দৌড় প্রতিযোগিতায় স্বর্ণের মেডেল জিতেছে আবরাম।’ এবার আরও এক বিজয় ছিনিয়ে এনেছে ছোট খান। কিং খান জানান, এবার ছয় বছর বয়সী আবরাম তায়কোয়ান্দোতে সোনার মেডেল জিতেছে।
আবরামের নতুন ছবি পোস্ট করে শাহরুখ খান লিখেছেন, ‘শিখে নাও, লড়াই করো, তুমি জিতবেই। মনে হয়, এখন আমার থেকেও বেশি অ্যাওয়ার্ড আছে আমার সন্তানদের। এটি খুব ভালো। এখন মনে হচ্ছে আমারও বেশি বেশি প্রশিক্ষণ নেওয়া প্রয়োজন।’
শুধু আবরাম নয়, তার বড় ভাই আরিয়ান খান ও বোন সুহানা খানও তায়কোয়ান্দোর প্রশিক্ষণ নিয়েছেন। দু’জনে মহারাষ্ট্র তায়কোয়ান্দো প্রতিযোগিতায় গোল্ড মেডেলও জিতেছেন। তারা প্রত্যেকেই মার্শাল আর্টের প্রশিক্ষণ নিয়েছেন কিরণ উপাধ্যায়ের কাছে।