ঢাকা, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪, ১৬ ভাদ্র ১৪৩১, ২১ শাওয়াল ১৪৪৫

তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৭


প্রকাশ: ২৬ ডিসেম্বর, ২০১৯ ১৩:০০ অপরাহ্ন


তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ৫.৭

   

পঞ্চগড় সংবাদদাতা: পঞ্চগড়ের তেঁতুলিয়ায় আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।বৃহস্পতিবার সকাল ৯ টায় সেখানে সর্বনিম্ন ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করেছে তেঁতুলিয়া আবহাওয়া অফিস।

তেঁতুলিয়া আবহাওয়া অফিসের ভারপ্রাপ্ত কর্মকর্তা রহিদুল ইসলাম বলেন, সকালে সর্বনিম্ন ৫ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়। এই অবস্থাকে তীব্র শৈত্যপ্রবাহ বলা হয়। উত্তরের হিমেল হাওয়ার কারণেই মূলত তেঁতুলিয়ার তাপমাত্রা কমছে।

কুয়াশা ও বাতাসের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে পঞ্চগড়ের জনজীবন। বিশেষ করে স্বল্প আয়ের মানুষরা পড়েছেন চরম ভোগন্তিতে। বেড়েছে ঠান্ডাজনিত রোগও।

পঞ্চগড়ে সকাল ১০ টা পর্যন্ত জেলা শহরসহ এর আশপাশ এলাকা ঘনকুয়াশায় ঢেকে ছিল। ১০ টার পর সূর্যের দেখা মেলে। তবে বাতাস থাকায় শীতের তীব্রতা এখনও বিদ্যমান।

এর আগে বুধবারও তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় ৬ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস।


   আরও সংবাদ