প্রকাশ: ২২ অগাস্ট, ২০২০ ১৪:০০ অপরাহ্ন
স্টাফ রিপোর্টার : এক্স মেডিক্যাল ক্যাডেট এসোসিয়েশন (এমকা) সম্প্রতি কুর্মিটোলা জেনারেল হাসপাতালকে ৫টি হাই ফ্লো নেজাল ক্যাননুলা (এইচএফএনসি) ইউনিট হস্তান্তর করেন।
রোববার (২৩ আগস্ট) বিকালে আএসপিআর থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানাই।
প্রায় ১৭ লক্ষ টাকা মূল্যের এই ৫টি (এইচএফএনসি) ইউনিট বর্তমান করোনা পরিস্থিতিতে হাসপাতালটির জরুরী সেবা দানের সক্ষমতা আরো বৃদ্ধি করবে।
এর সাহায্যে যেসব রোগীকে আইসিইউতে নেওয়ার প্রয়োজন নেই তবে অবস্থা খুব গুরতর তাদেরকে বাঁচানোর সম্ভবনা বাড়বে।
এসময় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজ এর কমান্ড্যান্ট মেজর জেনারেল একে এম মুসা খান কুর্মিটোলা জেনারেল হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল জামিল আহমদ, এমকার প্রেসিডেন্ট ডাঃ মাহবুব আলম, এমকার জিএস ডাঃ আরমান জাহিদ উপস্থিত ছিলেন।
এছাড়াও, অনুষ্ঠানে এমকার সমন্বয়কারী অফিসার মেজর ডাঃ অমিও রুশদী সাইফ, মেজর ডাঃ সাচ্চা রাহনামা, ডাঃ সানিম ইয়াছারসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।