ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

আগামীকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা


প্রকাশ: ২০ জুলাই, ২০২০ ০০:০০ পূর্বাহ্ন


আগামীকাল সন্ধ্যায় জাতীয় চাঁদ দেখা কমিটির সভা

স্টাফ রিপোর্টার : আগামীকাল মঙ্গলবার ২১ জুলাই সন্ধ্যা ৭.১৫ টায় (বাদ মাগরিব) বায়তুল মুকাররম জাতীয় মসজিদের পূর্ব সাহানে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নূরুল ইসলামের সভাপতিত্বে জাতীয় চাঁদ দেখা কমিটির এক সভা অনুষ্ঠিত হবে।

১৪৪১ হিজরি সনের পবিত্র ঈদুল আযহার তারিখ নির্ধারণ ও পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখার সংবাদ পর্যালোচনা এবং এ বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এ সভার আয়োজন করা হয়। 

আজ সোমবার (২০ জুলাই) বিকালে এক বার্তায় এ তথ্য জানানো হয়।

বাংলাদেশের আকাশে কোথাও পবিত্র যিলহজ্জ মাসের চাঁদ দেখা গেলে তা নিম্নোক্ত টেলিফোন ও ফ্যাক্স নম্বরে অথবা সংশ্লিষ্ট জেলার জেলা প্রশাসক অথবা উপজেলা নির্বাহী অফিসারকে জানানোর জন্য অনুরোধ করা হলো।

টেলিফোন নম্বর : ৯৫৫৯৪৯৩, ৯৫৫৫৯৪৭, ৯৫৫৬৪০৭ ও ৯৫৫৮৩৩৭।
ফ্যাক্স নম্বর : ৯৫৬৩৩৯৭ ও ৯৫৫৫৯৫১।


   আরও সংবাদ