ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

দেশের ৩ বিভাগে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের পূর্বাভাস


প্রকাশ: ৫ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


দেশের ৩ বিভাগে ঝড়ো হাওয়া ও বৃষ্টিপাতের পূর্বাভাস

   

স্টাফ রিপোর্টার : দেশের ৩ বিভাগের কয়েকটি জায়গায় দমকা বা ঝড়ো হাওয়া ও বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

সোমবার (৬ এপ্রিল) সকাল ৯টা পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়া পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে। আবহাওয়া অফিসের আবহাওয়াবিদ ওমর ফারুক এসব তথ্য জানিয়েছেন।

তিনি জানান, আগামী ২৪ ঘণ্টায় খুলনা ও বরিশাল বিভাগে এবং চট্টগ্রাম বিভাগের নোয়াখালি ও কুমিল্লা অঞ্চলে বজ্রপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। এছাড়া মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে। এর প্রভাবে কয়েকটি স্থানে অস্থায়ী দমকা বা ঝড়ো হাওয়াসহ বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

এছাড়া আকাশ আংশিক মেঘলাসহ দেশের অন্যত্র আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে। একই সঙ্গে দেশের ঢাকা, রাজশাহীসহ কয়েকটি বিভাগে মৃদু তাপমাত্রা অব্যাহত থাকবে।

এর আগে চলতি মাসের আবহাওয়া সতর্কতায় তীব্র তাপপ্রবাহ, বজ্রঝড়, নিম্নচাপ এবং আকস্মিক বন্যার আভাস দিয়েছে আবহাওয়া অফিস। পূর্বাভাসে বলা হয়, বঙ্গোপসাগরে ১ থেকে ২টি নিম্নচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে একটি ঘূর্ণিঝড়ে রূপ নিতে পারেও বলেও আশঙ্কা করা হয়েছে।


   আরও সংবাদ