ঢাকা, বুধবার, ১৭ এপ্রিল ২০২৪, ৩ ভাদ্র ১৪৩১, ৮ শাওয়াল ১৪৪৫

ঢামেকে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যু


প্রকাশ: ৪ এপ্রিল, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


ঢামেকে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্হায় মৃত্যু

   

স্টাফ রিপোর্টার : ঢামেকে আইসোলেশনে চিকিৎসাধীন অবস্হায় একজনের মৃত্যুের বয়স (৫০)।

মৃতার মেয়ে সুইটি আক্তার গতকাল সকালে হঠাৎ মাথাঘুরে পড়ে গেলে ব্রেইন স্টোক নিয়ে গতকাল রাত সাড়ে ১২টায় মেডিসিন ইউনিট ৬- ৬০১ নং ওয়ার্ডে ভর্তি হয়। 

পরে শ্বাস কষ্ঠ হলে  ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের ২ এর  নিচতলায় আইসোলেশনে চিকিৎসাধীন অবস্হায় আজ রোববার দুপুর সোয়া ১২টায় মারা যায়।

ঢামেক পুলিশ ক্যাম্পের পুলিশ পরিদর্শক বাচ্চু মিয়া জানান, রক্তের স্যাম্পল নমুনা পরীক্ষাগারে পাঠানো হয়েছে তার রিপোর্ট আসলে নিশ্চিত করা যাবে আসলে সে করোনা ভাইরাসে  মারা গেছে না অন্য কোন সমস্যায় মারা গেছে। তবে যদি রিপোর্টে পজিটিভ আসে তাহলে যথাযত পদ্ধতিতে দাফন করা হবে। আর যদি নেগেটিভ আসে মৃতদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

মৃতার গ্রামের বাড়ি বায়ার কসবা উপজেলা. বি-বাড়িয়া জেলার আব্দুল মালেক এর ছেলে আবু তাহের (৫০)। পেশায় সে দিনমজুরের কাজ করতেন।


   আরও সংবাদ