ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১২ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

মুসুল্লীদের বাসায় অজু করে ও সুন্নত পড়ে নামাজে আসার আহবান


প্রকাশ: ১৯ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


মুসুল্লীদের বাসায় অজু করে ও সুন্নত পড়ে নামাজে আসার আহবান

   

স্টাফ রিপোর্টার : করোনাভাইরাসের সংক্রমন এড়াতে মুসুল্লীদের বাসায় অজু করে ও সুন্নত নামাজ পড়ে জুমার নামাজে আসার আহবান।

শুক্রবার (২০ মার্চ) সকাল ১১টার দিকে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এসব তথ্য জানানো হয়।

বিশ্বের বিভিন্ন দেশে করোনাভাইরাস মহামারী আকার ধারন করায় করোনাভাইরাসের সংক্রমন এড়াতে সরকারের পক্ষ থেকেও সব ধরনের জনসমাগম পরিহার করাসহ বেশ কিছু নির্দেশনা দেয়া হয়েছে। 

ইসলামিক ফাউন্ডেশনের পক্ষ থেকে করোনাভাইরাসের সংক্রমন রোধে আজ শুক্রবার জুমার নামাজ পড়তে মসজিদে যাবার আগে বাসায় অজু করে ও সুন্নত নামাজ পড়ে, শুধু ফরজ নামাজ পড়ার জন্য মসজিদে আসতে মুসুল্লীদেরকে আহবান জানানো হচ্ছে।

এছাড়া যারা বিদেশ ফেরত ব্যক্তি, জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে বা জনসমাগমে যাওয়া থেকে বিরত থাকার জন্য পুনরায় অনুরোধ করা হল।


   আরও সংবাদ