ঢাকা, বুধবার, ২৪ এপ্রিল ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ১৫ শাওয়াল ১৪৪৫

ঢামেকে অচেতন এক শিশু ভর্তি, অভিভাবককে খুজছে পুলিশ


প্রকাশ: ৮ মার্চ, ২০২০ ১৪:০০ অপরাহ্ন


ঢামেকে অচেতন এক শিশু ভর্তি, অভিভাবককে খুজছে পুলিশ

   

স্টাফ রিপোর্টার : ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের নিউরো সার্জারী বিভাগে অচেতন অবস্থায় (১২) এক শিশু ভর্তি রয়েছে। তার পরিচয় পাওয়া যায় নি। তার মাথায় আঘাত প্রাপ্ত ছিল। 

জানা গেছে, গাজীপুর জেলার কালীগঞ্জ থানার আজমতপুর এলাকায় রোববার বেলা সাড়ে ১১টায় রাস্তার পাশে পরে ছিল। ঐ এলাকার লোকজন দেখতে পায়। পরে কালীগঞ্জ থানাকে জানালে। সেই থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) শিশু টিকে উদ্ধার করে প্রথমে কালিগঞ্জ সদর হাসপাতালে নিয়ে যান। 

সেখান থেকে উত্তরার একটি হাসপাতাল। পরে আজ সোমবার সন্ধায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। 

পুলিশের ঐ কর্মকর্তা বলেন, শিশুটির জ্ঞান ফেরেনি। তার মাথায় গুরুতর আঘাত রয়েছে। তার পরনে ছিল পায়জামা ও লাল কালো গেঞ্জি। 

তিনি বলেন, ধারণা করা হচ্ছে, কেউ তাকে আঘাত করে উক্ত স্থানে ফেলে রেখে গেছে। তিনি বলেন যদি সড়ক দূর্ঘটনা হতো, তাহলে তার শরীরে অন্য কোথাও আঘাতের চিন্হ থাকতো। তার মাথার ঐ আঘাত ছাড়া আর কোথাও কোন আঘাতের চিহ্ন পাওয়া যায় নি। 

ঢামেক হাসপাতালের চিকিৎসকের বরাদ দিয়ে তিনি বলেন, তার মাথায় আঘাতের কারনে মস্তিষ্কে রক্ত জমে রয়েছে। তবে জ্ঞান ফিরতে সময় লাগবে। 

তিনি বলেন, জ্ঞান না ফেরা পর্যন্ত তার সম্পর্কে কিছুই বলতে পারছি না। 

পুলিশের এই কর্মকর্তা প্রতিনিয়ত খোজ খবর নিচ্ছেন। তিনি বলেন, তার পেছনে যা খরচ করা লাগছে, তা তিনি ব্যয় করছেন। 

তিনি বলেন, আমরা ঐ এলাকায় স্থানীয়দের কেউ জানিয়েছেন তবে এখন পর্যন্ত কোনো পরিচয় মেলেনি। 


   আরও সংবাদ