ঢাকা, বৃহস্পতিবার, ২৫ এপ্রিল ২০২৪, ১১ ভাদ্র ১৪৩১, ১৬ শাওয়াল ১৪৪৫

দেশের জনগণকে নেটওয়ার্কের আওতায় আনতে কাজ করছে সরকার : সজীব


প্রকাশ: ১১ জানুয়ারী, ২০২০ ১৩:০০ অপরাহ্ন


দেশের জনগণকে নেটওয়ার্কের আওতায় আনতে কাজ করছে সরকার : সজীব

   

স্টাফ রিপোর্টার : সরকার দেশের সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ক্রমান্বয়ে ওয়াইফাই নেটওয়ার্ক চালু করার উদ্যোগ নিয়েছে জানিয়ে প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয় বলেছেন- দেশের ১৬ কোটি মানুষকে ইন্টারনেট নেটওয়ার্কের অাওতায় নিয়ে অাসা হচ্ছে৷ 

রোববার (১২ জানুয়ারি) সকালে সচিবালয়ে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ে ১৪৬টি সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই নেটওয়ার্ক চালু করে এই কথা বলেন সজীব ওয়াজেদ৷

এ সময়, সংশ্লিষ্ট কর্মকর্তাদের নেটওয়ার্কের উচ্চগতি নিশ্চিত করার তাগিদ দেন তিনি৷ ঢাকা, রাজশাহীসহ দেশের বড় বড় বিশ্ববিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের ইন্টারনেট ব্যবহার করতে কমন ওয়াইফাই নেটওয়ার্ক জোন চালুর বিষয়টি বেশ কয়েকবছর অাগের৷ 

এবার ক্রমান্বয়ে দেশের সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে উচ্চগতি সম্পন্ন ওয়াইফাই নেটওয়ার্ক চালুর উদ্যোগ নিয়েছে সরকার৷ সকালে সচিবালয়ে একযোগে দেশের ১৪৬ টি শিক্ষা প্রতিষ্ঠানে ওয়াইফাই নেটওয়ার্ক উদ্বোধন করেন প্রধানমন্ত্রীর তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিষয়ক উপদেষ্টা সজীব ওয়াজেদ জয়। 

দেশের সব সরকারি শিক্ষা প্রতিষ্ঠানে অপটিক্যাল ফাইবার নেটওয়ার্ক স্থাপন শীর্ষক প্রকল্পের অাওতায় এই ব্যবস্থা চালু করে সজীব ওয়াজেদ বলেন, ক্রমান্বয়ে দেশের ১৬ কোটি মানুষকেই ইন্টারনেটের অাওতায় নিয়ে অাসতে কাজ করছে সরকার৷ 

তিনি বলেন, ১০ এমবিপিএস গতিসম্পন্ন এই নেটওয়ার্কে শিক্ষার্থীরা ২ বছর পর্যন্ত ফ্রি সার্ভিস পাবেন৷ 

এ সময়, মন্ত্রণালয়সহ সংশ্লিষ্টর প্রতিষ্ঠানগুলোর কর্মকর্তাদের এই নেটওয়ার্কের উচ্চগতি নিশ্চিত করার তাগিদ দেন প্রধানমন্ত্রীর এই উপদেষ্টা৷


   আরও সংবাদ