প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২১ ০৫:৪৬ পূর্বাহ্ন
মণিরামপুর (যশোর) সংবাদদাতাঃ সোমবার সকাল ১১ টায় মণিরামপুর উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলা নির্বাহী অফিসার সৈয়দ জাকির হাসান সভাপতিত্ব করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগ সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ আলহাজ, কাজী মাহমুদুল হাসান ও উপজেলা পরিষদ চেয়ারম্যান নাজমা খানম।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্ত্তী বাচ্চু, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আকতার, থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগ নেতা জি.এম মজিদ, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারন সম্পাদক অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীন, ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, এরশাদ আলী সরদার, গাজী মোহাম্মাদ,মশিউর রহমান, মাষ্টার জহিরুল ইসলাম, মনিরুজ্জমান মনি, মাজহারুল আনোয়ার, শেখর চন্দ্র রায়, প্রধান শিক্ষক আব্দুল লতিফ, নারী নেত্রী সুরাইয়া আকতার ডেইজি প্রমুখ।
এ সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে আলোচনান্তে বিগত মার্চ-২০২১ মাসের আইন-শৃঙ্খলা পরিস্থিতি অনেকটা সন্তোষজনক ছিলো বলে অধিকাংশ বক্তা মন্তব্য করেন।
আসন্ন ঈদুল ফিতরকে সামনে রেখে প্রতিটি হাট-বাজারের বিপনন কেন্দ্রে করোনা প্রতিরোধে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে চলার বিষয়ে জনগনকে সচেতন করার লক্ষ্যে সকল সদস্যকে সতর্ক থাকা এবং জনগনকে উদ্বুদ্ধ করার জন্য অনুরোধ করা হয়। এছাড়া মণিরামপুর পৌর শহরে যানজট রোধে যত্রতত্র যানবহন যাতে পার্কিং করতে না পারে তার জন্য পুলিশের সহযোগিতা প্রদানের জন্য অনুরোধ করা হয় এবং বাজারের পন্য সামগ্রীর বাজারদর নিয়ন্ত্রনের জন্য প্রশাসনের উদ্যোগে বাজার মনিটরিংয়ের ব্যবস্থা করার জন্য সভায় বিশেষভাবে গুরুত্বারোপ করা হয়।