ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

বেনাপোলে অশুভ চক্র ব্যাক্তি স্বার্থ হাসিলের জন্য বন্দরে পায়তারা করছে


প্রকাশ: ২৬ এপ্রিল, ২০২১ ০৫:০৬ পূর্বাহ্ন


বেনাপোলে অশুভ চক্র ব্যাক্তি স্বার্থ হাসিলের জন্য  বন্দরে পায়তারা করছে

বেনাপোল সংবাদদাতাঃ বেনাপোলে একটি অশুভ অশুুচক্র ব্যাক্তি স্বার্থ হাসিলের  জন্য মরিয়া  হয়ে উঠেছে। তাাদের চোরা  কারবারী ও ধান্দাবাজির কারনে বন্দর আজ হুুমকির মুুখে পড়েছেে।   

স্থল বন্দর এলাকার দীর্ঘ দিনের যানজট নিরসনের লক্ষে  প্রকৌশল অধিদপ্তর এর অর্থায়নে নির্মিত বেনাপোল পৌর ট্রাক টার্মিনাল চালুর প্রেক্ষাপটে এই বন্দরের ওপর ভুতের মত চেপে থাকা চাঁদাবাজ মাফিয়া চক্রটি ট্রাক টার্মিনালটিকে অকার্যকর করার অপচেষ্টা শুরু করেছে। তারই ধারবাহিকতায় কাল সোমবার ২৬ এপ্রিল থেকে বন্দর এলাকায় অযাচিত কর্মবিরতি  ষড়যন্ত্র পাকিয়েছে। 

এই মতলববাজ চক্রটি দীর্ঘ দিন যাবৎ ভারতীয় ও বাংলাদেশের  সকল ধরনের ট্রাক এর কাছ থেকে নির্দিষ্ট হারে অবৈধ টাকা আদায় করে আসছে। ট্রাক টার্মিনালটি চালু হওয়াতে তাদের এই অবৈধ কর্মকান্ডে ব্যাঘাত সৃষ্টি হওয়াতে তারা এই বন্দরের স্বাভাবিক কার্যক্রমকে স্থবীর করে দিয়ে তাদের মতলব হাচিল করতে চাচ্ছে। বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতা ও কর্মীবৃন্দের সাথে আলোচনা করে এরকম তথ্যই পাওয়া গেছে।

জানাগেছে  রোববার বন্দর এলাকায় কে বা কারা বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের সমন্বয় কমিটির নামে মাইকিং করেছে। এই মাইকিংয়ে বলা হচ্ছে যে, পৌর ট্রাক টার্মিনালের কর্মকান্ডের প্রেক্ষিতেই এই কর্মবিরতীর আহবান। তবে প্রকৃত পক্ষে কোন সংগঠন এর ব্যনারে  এই কর্মবিরতী ডাকা হচ্ছে তা এই মাইকিং থেকে স্পষ্ট হয়নি। মাইকিং করার জন্য পোর্ট থানার পক্ষ থেকে অনুমতি গ্রহন করা হয়েছে কিনা সে সম্পর্কে খোজ নিতে থানায় ফোন করলে কর্তব্যরত ডিউটি অফিসার এস আই  সফি আহমেদ রিয়েল বলেন কর্মবিরতী সংক্রান্ত প্রচার প্রচারণার ব্যপারে কোন মাইকিং করার অনুমতি আমাদের কাছ থেকে কেউ নেয়নি।

উল্লেখ্য বেনাপোল পৌর ট্রাক টার্মিনাল চালুর পর বেনাপোল বন্দরের চাঁদবাজ মাফিয়া চক্রটি মরিয়া হয়ে উঠেছে। দীর্ঘদিন যাবৎ তারা এই বন্দরে যে চোরা কারবারী,চাঁদাবাজি চালিয়ে আসছে তা বন্ধ হয়ে যাবে এই আশঙ্কায় দিশেহারা হয়ে পড়েছে। 

এ নিয়ে সংবাদমাধ্যেমে প্রতিবেদন প্রকাশিত হওয়ার পেক্ষাপটে তারা এখন তাদের হীন উদ্দেশ্য হাসিলের জন্য বন্দর ব্যবহারকারীদের জিম্মি করতে চাচ্ছে। বন্দর এলাকায় যে কোন ধরনের কর্মবিরতি পালন করতে হয়ে বন্দর কর্তৃপক্ষের জ্ঞাতার্থে দৃষ্টি আকর্ষন করতে হয়। কিন্তু এই ক্ষেত্রে বন্দর কর্তৃপক্ষকে এ সংক্রান্ত বিষয় অবহিত করা হয়েছে কিনা জানতে চাইলে বন্দর এর সহকারী পরিচালক  আতিকুল ইসলাম এই প্রতিবেদকের কাছে বলেন এরকম কিছু তো আমাদের জানা নেই। এই প্রথম খবরটি আমি আপনার কাছ থেকে শুনলাম। বিষয়টি আমি  খোজ খবর নিব।


   আরও সংবাদ