ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুরে স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ


প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২১ ০৮:১৬ পূর্বাহ্ন


মণিরামপুরে স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকের ধান কেটে দিলেন ছাত্রলীগ


মণিরামপুর (যশোর) প্রতিনিধিঃ মণিরামপুরে স্বেচ্ছাশ্রমে দরিদ্র কৃষকের ধান কেটে মাঠ থেকে বাড়ি পৌঁছে দিলেন উপজেলা ছাত্রলীগের নেতাকর্মীরা। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহবান ও কেন্দ্রীয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য্যরে নির্দেশনায় মণিরামপুর উপজেলা ছাত্রলীগের নেতা-কর্মীরা মণিরামপুর পৌর শহরের দরিদ্র কৃষক যশোর আলীর পাকা ধান কেটে ঘরে তুলে দিয়েছেন। 

শনিবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দ স্বতঃপ্রনোদীত হয়ে এ কাজে যোগ দেন। উপজেলা ছাত্রলীগ নেতা মেহেদী হাসানের নেতৃত্বে ধান কাটায় অংশ গ্রহণ করেন ছাত্রলীগ নেতা রাসেল হোসেন, মেহেদী, সঞ্জয় রায়, সজীব হোসেন, অন্তর, টগর পাটোয়ারী শিশির, ইমন হোসেন, রায়হান হোসেন, মিলন দেবনাথ, শিমুল ঘোষসহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। 

করোনা মহামারির এই সময়ে বিনা পারিশ্রমিকে ধান কেটে দেয়ায় খুশি দরিদ্র  কৃষক যশোর আলীসহ গ্রামবাসী। এক প্রক্রিয়ায় কৃষক যশোর আলী বলেন, কয়েকদিন হলো জমির ধান পেকে গেছে।  ধান কাটার জন্য শ্রমিক খুঁজে পাইনি। তাছাড়া বর্তমানে বোরো ধান কাটার এই সময়ে  শ্রমিকের মুজুরি বেশি হওয়ায় ধান কাটা সম্ভব হচ্ছিল না। এ অবস্থায় ছাত্রলীগ নেতা-কর্মীরা আমার জমির পাকা ধান কেটে দেওয়ায়  খুব উপকার হয়েছে। আমি উপজেলা ছাত্রলীগের নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা জানায়।


   আরও সংবাদ