ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

শার্শার বাগআঁচড়ায় প্রাইভেটকারে ভয়াবহ অগ্নিকান্ড


প্রকাশ: ২৫ এপ্রিল, ২০২১ ০৮:১২ পূর্বাহ্ন


শার্শার বাগআঁচড়ায় প্রাইভেটকারে ভয়াবহ অগ্নিকান্ড


আশানুর রহমান, বেনাপোলঃ

যশোরের শার্শার বাগআঁচড়ায় একটি প্রাইভেটকারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। শনিবার (২৪ মার্চ) রাত সাড়ে ৮টার দিকে বাগআঁচড়া বাজারে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। এ ঘটনায় যশোর সাতক্ষীরা মহাসড়কের যান চলাচল কিছুক্ষণ বন্ধ থাকতে দেখা যায়।

স্থানীয় সূত্রে জানা যায়, সাতক্ষীরার কলারোয়া থেকে এই প্রাইভেটকারটি ক্রয় করেন বাগআঁচড়ার টেংরা গ্রামের আকবারের ছেলে হাসান। বন্ধুর সাথে দেখা করার জন্য তিনি সন্ধ্যার পর বাগআঁচড়া বাজারে আসেন এবং গাড়িটি বাগআঁচড়া নিউ মার্কেটের পাশে পার্কিং করেন। কিছু পরে হঠাৎই প্রাইভেটকারটিতে আগুন ধরে যায়। মুহূর্তেই আগুনের তীব্রতা বাড়তে থাকে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম । 

এ বিষয়ে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স অফিসার তোহিদুর রহমান জানান, বাগআঁচড়ায় একটি প্রাইভেটকারে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভায়। প্রাইভেটকারের তারে লুজ কানেকশন থেকে আগুনের সুত্রপাত ঘটেছে বলে জানা যায়। তবে এ ঘটনায় হতাহতের কোন ঘটনা ঘটেনি।


   আরও সংবাদ