ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় পারিবারিক কলহে ঘাসপুড়া খেয়ে বৃদ্ধর অত্মহত্যা


প্রকাশ: ২৪ এপ্রিল, ২০২১ ০৭:৪৩ পূর্বাহ্ন


চৌগাছায় পারিবারিক কলহে ঘাসপুড়া খেয়ে বৃদ্ধর অত্মহত্যা


মোঃ ফখরুল ইসলাম, চৌগাছা প্রতিনিধিঃ

যশোরের চৌগাছায় পারিবারিক কলহে শন্তোস আলী (৬৬) নামে এক বৃদ্ধ ঘাসপুড়া কিটনাশক খেয়ে আত্মহত্যা করেছেন। 

শনিবার ঘটনাটি ঘটেছে পৌর শহরের জিয়লগাড়ী গ্রামে। শন্তোস আলী পৌর শহরের ৩ নম্বর ওয়ার্ডের জিয়লগাড়ী গ্রামের মৃত বরকত আলীর ছেলে । তার স্ত্রী মাজেদা বেগম জানান, তার পেটের অসুখ ছিল, সে কারণে পারিবারিক কলহের জের ধরে শুক্রবার তিনি নিজের ঘরে থাকা ঘাসপুড়া কিটনাশক পান করে আত্মহত্যার চেষ্টা করেন। বিষয়টি বুঝতে পেরে স্থানীয়দের সহয়োগীতায় তাকে উদ্ধার করে উপজেলা সরকারি মডেল হাসপাতালে নিয়ে য়ায়। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তার শারীরিক অবস্থার অবনতি হলে যশোর সদর হাসপাতালে রেফার করেন। সেখানেও তার অবস্থার অবনতি হলে খুলনায় রেফার করা হয়। শনিবার সকালে সেখানে তার মৃত্যু হয়।

পৌর কাউন্সিলর উজ্জল হোসেন সাংবাদিকদের বলেন, তিনি দির্ঘদিন যাবৎ পেটের পিড়ায় ভুকছিলেন। এ নিয়ে পারিবারিক কলহের কারণে তিনি ঘাসপুড়া কিটনাশক পান করেন। তাকে উদ্ধার করে প্রথমে চৌগাছা পরে যশোর সদর সেখান থেকে খুলনায় নিয়ে গেলে শনিবার তিনি মারা যান। 

পরিবারের পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় ময়না তদন্ত ছাড়াই বিকেলে জানাযার নামাজ শেষে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়। প্রতিবেশিরা জানান, নিহতের তিন ছেলেই বাড়ীর বাহিরে থেকে চাকুরি করেন। বড় ছেলে বিল্লাল হোসেন চিটাগং , মেজে ছেলে সোহাগ হোসেন ঢাকায় ও ছোট ছেলে তুষার হোসেন খুলনায় চাকুরির করেন। তিনি নিজেও একটি সরকারি চাকুরি করতেন। অতিসম্প্রতি অবসরে গেছেন। চৌগাছা থানার ওসি সাইফুল ইসলাম সবুজ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।


   আরও সংবাদ