প্রকাশ: ১৯ এপ্রিল, ২০২১ ০৯:৫৬ পূর্বাহ্ন
মণিরামপুর(যশোর)সংবাদদাতাঃ মণিরামপুরে নির্মাণাধীন সড়কে বালি ফেলাকে কেন্দ্র করে আ’লীগ-যুবলীগের দুই গ্রæপের সংঘর্ষে ৫ জন আহত হয়েছে। রবিবার সন্ধ্যায় উপজেলার চালুয়াহাটি ইউনিয়নের শয়লাহাট এলাকায় এ ঘটনা ঘটে। খবর পেয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনাকে কেন্দ্র করে এলাকায় উভয় পরে মধ্যে উত্তেজনাকর পরিস্থিতি বিরাজ করছে।
আহতরা হলেন স্থানীয় ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন (৪২), আব্দুল হালিম (৪১), পথচারী লিয়াকত হোসেন ও এলাহি বক্স। আহতদের মধ্যে বিল্লাল হোসেন ও আব্দুল হালিমকে কেশবপুর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
জানা যায়, শয়লাহাট-রসুলপুর বাজার পর্যন্ত নির্মাণাধীন রাস্তায় বালি দেয়ার কাজের ঠিকাদারের কাছে ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান, যুবলীগ নেতা তরিকুল ইসলাম, বিল্লাল হোসেন মোটা অংকের চাঁদা দাবি করে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে তারা গত ১৬ এপ্রিল শুক্রবার সাবকন্ট্রাক্টর চন্টা, আব্দুল্লাহ, বাপ্পী, মিন্টুকে মারপিটসহ স্কেভেটর মেশিন ও ৪ টি মোটরসাইকেল ভাংচুর করে। এরই জের ধরে রবিবার যুবলীগ নেতা বিল্লাল হোসেনের নেতৃত্বে আব্দুস সামাদ, পারভেজ, মোস্তাক ঠিকাদার রেজাউর রহমানকে মারপিট করে। এ ঘটনায় তিনি রবিবার বিকেলে থানায় মামলা দায়ের করেন। এদিন সন্ধ্যায় তার ভাই আব্দুল হালিমকে মারপিট করলে সংঘর্ষের ঘটনা ঘটে।
ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান দাবি করেন, ভুট্টো, চন্টা মিলে নির্মাণাধীন সড়কে বালির পরিবর্তে মাটি দিলে স্থানীয় জনগণ বাঁধা দেয়। এ ঘটনায় যুবলীগ নেতা তরিকুল ইসলামকে মারপিট করে। ঘটনার দিন তিনিসহ যুবলীগের নেতা-কর্মীরা শয়লা বাজারে গেলে তাদের উপর অতর্কিত হামলা করা হয়। এতে যুবলীগ নেতা বিল্লাল হোসেন গুরুতর আহত হয়। বর্তমানে বিল্লাল হোসেন কেশবপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
মণিরামপুর থানার ওসি রফিকুল ইসলাম জানান, খবর পেয়ে শয়লা বাজারে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করা হয়েছে। এলাকার পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ টহলে রয়েছে।