প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২১ ১০:১৭ পূর্বাহ্ন
মণিরামপুর(যশোর)প্রতিনিধিঃ মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের প্রবীন নেতা ও মণিরামপুর প্রেসকাবের সাবেক সভাপতি অধ্যাপক মোঃ আব্বাস উদ্দীনের পিতা মোঃ রওশন আলী সরদার(৮০)স্ট্রোকে আক্রান্ত হয়ে এবং বার্ধক্যজনিত রোগে গুরুত্বর অসুস্থ্য অবস্থায় মণিরামপুর উপজেলার শ্যামকূড় ইউনিয়নের হালসা গ্রামের নিজ বাড়িতে চিকিৎসাধীন আছেন। তাঁর শারীরিক অবস্থা খুবই সংকটাপন্ন।
শুক্রবার (১৬ এপ্রিল) বেলা ১২টায় অসুস্থ্য প্রবীন নেতা ও দীর্ঘদিনের একান্ত সহচরকে দেখতে ছুটে আসেন যশোর জেলা আওয়ামীলীগের সভাপতি শহিদুল ইসলাম মিলন। তিনি এ সময় অসুস্থ্য প্রবীন নেতার পাশে কিছু সময় অবস্থান করে শারীরিক অবস্থার খোঁজ খবর নেন এবং পরিবারের সদস্যদের সাথে সৌজন্য কথাবার্তা বলেন।
জেলা আওয়ামীলীগের সভাপতি এ সময় তার দীর্ঘদিনের রাজনৈতিক সহযোগী অসুস্থ্য রওশন ভাইয়ের বেশ কিছু স্মৃতিচারন করেন এবং তাঁর রোগমুক্তির জন্য দোয়া প্রার্থনা করেন।
এ সময় তাঁর সাথে জেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. সৈয়দ কবীর হোসেন জনী, কেরামত আলী, ১২ নং শ্যামকূড় ইউনিয়নের চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, ৯নং ঝাঁপা ইউনিয়নের চেয়ারম্যান সামছুল হক মন্টু, স্থানীয় আওয়ামীলীগ নেতা আব্দুর রহিম প্রমুখ উপস্থিত ছিলেন।