ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

চৌগাছায় লকডাউন ভঙ্গ করে দোকান খোলায় দু’ব্যবসায়ীকে হাজার টাকা জরিমানা


প্রকাশ: ১৭ এপ্রিল, ২০২১ ০৮:৩৩ পূর্বাহ্ন


চৌগাছায় লকডাউন ভঙ্গ করে দোকান খোলায় দু’ব্যবসায়ীকে হাজার টাকা জরিমানা

চৌগাছা ( যশোর) প্রতিনিধি  : যশোরের চৌগাছায় লকডাউন ভঙ্গ করে ব্যবসা প্রতিষ্ঠান খোলায় দু’ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালত জরিমানা করেছেন। শনিবার বেলা ১১ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যজিষ্ট্রেট প্রকৌশলী মোঃ এনামুল হক বাজারের কাপড় বিক্রেতা আউ বক্কর ও ভাঙড়ি ব্যবসায়ী আতিয়ার রহমানকে ৫শ করে ১ হাজার টাকা জরিমানা করেন।

এদিকে লকডাউন যথাযথ ভাবে পালনে ৪র্থ দিনেও বাজারের গুরুত্ব স্থান ও উপজেলা সদরে প্রবেশের সব গুলো সড়কে পুলিশের ব্যাপক তৎপরতা দেখা গেছে। বিনা কারনে কেউ বাজারে প্রবেশ করতে চাইলে তাকে সেখান থেকেই বাড়িতে ফেরত যেতে হয়েছে।

এদিনও বাজারের প্রায় ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ ছিল। তবে লকডাউনের এই সময়ে ক্ষুদ্র ব্যবসায়ী যেমন চা বিক্রেতা, সেলুন ব্যবসায়ীরা বেশ কষ্টে দিন পার করছেন বলে খবর পাওয়া গেছে। দিন আনা দিন খাওয়া এই সব মানুষের কোন রোজগার না থাকায় তারা পরিবার পরিজন নিয়ে বেশ কষ্টে আছেন বলে জানা গেছে।


   আরও সংবাদ