ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

বেনাপোলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


প্রকাশ: ১৬ এপ্রিল, ২০২১ ০৫:৩১ পূর্বাহ্ন


বেনাপোলে গাঁজাসহ মাদক ব্যবসায়ী আটক


আশানুর রহমান, বেনাপোলঃ যশোরের সীমান্তর্বতী র্শাশা উপজলোর বেনাপোল র্পোট থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে ২ কেজি গাঁজা সহ জহরুল মোড়ল (৩০) নামে এক যুবক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে বেনাপোল র্পোট থানা পুলিশ। আটক জহিরুল সে বাহাদুরপুর ইউনিয়নের সরবাংহুদা গ্রামের সামছুদ্দিন এর ছেলে।

আজ শুক্রবার (১৬ এপ্রলি) সকালে দিঘিরপাড় এলাকা থেেকে গাঁজাসহ তাকে আটক করা হয়।

 
ডিউটি অফিসার এএসআই চমপা জানান ভারপ্রাপ্ত র্কমর্কতা (ওসি)মামুন খান এর কাছে গোপন খবর আসে জহরুল মোড়ল ভারত থেকে  নিষিদ্ধ গাঁজার একটি চালান এনে দঘিরিপাড় সাহেব আলীর মুদি দোকানের  সামনে অপেক্ষা করছে।এমন সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত র্কমর্কতা মামুন খানেরর  নেতৃত্বে থানা থেকে  একটি র্ফোস নিয়ে  সেখানে অভিযান চালিয়ে দুই কেজি গাঁজাসহ জহরুল মোড়ল কে হাতেনাতে আটক করেন।

আটক আসামীর বিরুদ্ধে মাদকদ্রব্য নয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে যশোর র্কোটে সোর্পদ করা হয়েছে।


   আরও সংবাদ