ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

টেকনাফ থেকে ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার


প্রকাশ: ১৫ এপ্রিল, ২০২১ ০৩:০৪ পূর্বাহ্ন


টেকনাফ থেকে ১২ কোটি টাকার ইয়াবা উদ্ধার

 

কক্সবাজার টেকনাফ লেদা বিওপি'র দায়িত্বপূর্ণ লেদা খাল থেকে ব্যাটালিয়নের অভিযানে ১২ কোটি টাকা মূল্যের ৪ লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে বিজিবি।

আজ বৃহস্পতিবার (১৫ এপ্রিল) দুপুরে বিজিবি টেকনাফ ব্যাটালিয়ন-২'এর অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ ফয়সল হাসান খান এক বার্তায় এ তথ্য জানান।

বিজিবি'এর টেকনাফ ব্যাটালিয়ন-২'এর অধীনস্থ লেদা বিওপি’র টহলদল গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, লেদা বিওপি'র দায়িত্বপূর্ণ লেদা খাল দিয়ে মিয়ানমার হতে ইয়াবার একটি বড় চালান বাংলাদেশে পাচার হতে পারে। এমন সংবাদের ভিত্তিতে লেদা বিওপি’র বিশেষ টহলদল এই এলাকায় গমন করত বেড়ীবাঁধের পিছনে গোপনে অবস্থান গ্রহণ করে।

এসময় ৫ থেকে ৬ জন দুষ্কৃতকারী ব্যক্তিকে বিআরএম-১১ থেকে ১.৬ কিঃ মিঃ দক্ষিণে এবং লেদা খাল বিজিবি পোস্ট থেকে ৯০০ গজ পশ্চিম দিক দিয়ে ০৪ টি ব্যাগ কাঁধে করে নাফ নদীর কিনারা হয়ে লবন মাঠের দিকে আসতে দেখে। এতে দুষ্কৃতকারী ব্যক্তিগণ দূর থেকে বিজিবি টহলদলের উপস্থিতি বুঝতে পেরেই বহনকৃত বস্তাগুলো ফেলে দিয়ে লেদা খালের আঁড় ব্যবহার করে পার্শ্ববর্তী গ্রামে পালিয়ে যায়। পরবর্তীতে টহলদল এই স্থানে তল্লাশী করে ইয়াবা পাচারকারীদের ফেলে যাওয়া ০৪টি ব্যাগ উদ্ধার করে।

ইয়াবা কারবারীদের আটকের নিমিত্তে এলাকা ও পার্শ্ববর্তী স্থানে পরবর্তী অভিযান পরিচালনা করা হলেও কোন পাচারকারী ও তাদের সহযোগীকে আটক করতে পারে নি বিজিবি। এসময় অন্য কোন অসামরিক ব্যক্তিকে পাওয়া যায়নি বিধায় ইয়াবা কারবারীদের সনাক্ত করাও সম্ভব হয়নি। তবে তাদেরকে সনাক্ত করার জন্য অত্র ব্যাটালিয়নের গোয়েন্দা কার্যক্রম চলমান রয়েছে। 

উদ্ধারকৃত মালিকবিহীন ইয়াবাগুলো বর্তমানে ব্যাটালিয়ন সদরের স্টোরে জমা রাখা হবে এবং প্রয়োজনীয় আইনী কার্যক্রম গ্রহণ করতঃ পরবর্তীতে তা উর্দ্ধতন কর্মকর্তা, চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের প্রতিনিধি, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও মিডিয়া কর্মীদের উপস্থিতিতে ধ্বংস করা হবে।


   আরও সংবাদ