ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

আশুলিয়া থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার


প্রকাশ: ৭ এপ্রিল, ২০২১ ০৩:১৮ পূর্বাহ্ন


আশুলিয়া থেকে গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার

 

ঢাকা জেলার আশুলিয়া থেকে ২৭ কেজি গাঁজাসহ ছাবেদ আলী ফারুক (৩২) নামের এক মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করেছে র‌্যাব-৪।

আজ বুধবার (০৭ এপ্রিল) সকালে র‌্যাব-৪'এর অফিস থেকে পাঠানো এক বার্তায় এ তথ্য জানান হয়। গতকাল আশুলিয়া থানাধীন পলাশবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে গাঁজা, একটি মোবাইল এবং মাদক বিক্রিত নগদ ৪৫ হাজার ১১৭ টাকাসহ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

১। র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন, র‌্যাব এলিট ফোর্স হিসেবে আত্মপ্রকাশের সূচনালগ্ন থেকেই বিভিন্ন ধরনের অপরাধ নির্মূলের লক্ষ্যে অত্যন্ত আন্তরিকতা ও নিষ্ঠার সাথে কাজ করে আসছে। 

উল্লেখ্য, র‌্যাব সন্ত্রাস ও জঙ্গীবাদ নির্মূলের পাশাপাশি মাদক দ্রব্য উদ্ধার ও মাদক ব্যবসায়ীদের গ্রেফতারসহ নেশার মরণ ছোবল থেকে তরুণ সমাজকে রক্ষা করার জন্য র‌্যাবের জোড়ালো তৎপরতা অব্যাহত আছে।


   আরও সংবাদ