প্রকাশ: ২০ মার্চ, ২০২১ ০১:৩৩ পূর্বাহ্ন
মণিরামপুর (যশোর) সংবাদদাতা : স্থানীয় সরকার পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য বলেছেন, বঙ্গবন্ধু শুধু বাঙ্গালী জাতির অবিসংবাদিত নেতা ছিলেন না, তিনি ছিলেন বিশ্বের নির্যাতিত নিপীড়িত মানুষের ভাগ্য উন্নয়নে এ জলন্ত আস্থার প্রতিক।
শুক্রবার (১৯ মার্চ) বিকেলে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও ২৬ মার্চ স্বাধীনতা দিবসের সুবর্ণ জয়ন্তী উপলক্ষ্যে মণিরামপুর উপজেলার ১১ নং চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামী লীগের উদ্যোগে স্থানীয় শয়লাহাট মাধ্যমিক বিদ্যালয় মাঠে জনসমাবেশে তিনি এসব কথা বলেন।
বঙ্গবন্ধু তার জীবন-যৌবনের অধিকাংশ সময় বাঙ্গালী জাতির অধিকার আদায়ের আন্দোলন-সংগ্রামে নিয়োজিত রেখেছিলেন। ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ডাকে এদেশের জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে স্বাধীনতাকামী বাঙ্গালিরা জীবনবাজি রেখে স্বাধীনতা যুদ্ধে ঝাপিয়ে পড়ে দেশেকে শত্রæমুক্ত করে স্বাধীন করেছিলো।
ইউনিয়ন আওয়ামী লীগের আহবায়ক প্রভাষক আবুল হাসানের সভাপতিত্বে প্রতিমন্ত্রী আরো বলেন, বঙ্গবন্ধু এদেশের মানুষের ভাগ্য উন্নয়নের যে স্বপ্নকে সামনে রেখে রাজনীতিবিমুখ নিরস্ত্র বাঙ্গালিকে সংগঠিত করে মুক্তিসংগ্রামের ডাক দিয়েছিলেন।
সেই আহবানে সাড়া দিয়ে দীর্ঘ ৯মাসের রক্তক্ষয়ী সংগ্রামের মধ্য দিয়ে পরাধীন দেশকে শত্রুমুক্ত করে স্বাধীনতা এনে দিয়েছিলেন এবং দেশ পরিচালনার দায়িত্ব নিয়ে যুদ্ধবিদ্ধস্ত দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নিয়ে যাচ্ছিলেন। কিন্তু ১৯৭৫ সালে ঘাতকরা তাকে নির্মমভাবে সপরিবারে হত্যা করে সেই স্বপ্ন বাস্তবায়ন করতে দেননি।
আজ তারই সুযোগ্য কন্যা জননেত্রী শেখ হাসিনা বঙ্গবন্ধুর সোনার বাংলা গড়ার স্বপ্ন বাস্তবায়ন করে চলেছেন। দেশ আজ উন্নয়নের মহাসড়কে এগিয়ে যাচ্ছে। বিশ্বের মানচিত্রে দেশ আজ উন্নয়নশীল দেশের কাতারে সামিল হয়েছে। এই উন্নয়নের ধারা অব্যাহত রাখতে হলে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে আওয়ামীলীগের সকল নেতা-কর্মীকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।
ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক রাজু আহমেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন যশোর-২ সংসদীয় আসনের সাবেক সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগের যুগ্ম সম্পাদক অ্যাড. মনিরুল ইসলাম মনির ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।
অনুষ্ঠানে সম্মানিত অতিথি ও অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগ নেতা অ্যাড. বশির আহমেদ খান, চালুয়াহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সভাপতি মাষ্টার আমীর আলী খাঁ, সাবেক সাধারণ সস্পাদক ফজলুর রহমান, উপজেলা কৃষকলীগের সাধারন সম্পাদক আবুল ইসলাম, চালুয়াহাটি ইউনিয়ন যুবলীগের সভাপতি এম.এম ইমরান খান পান্না, উপজেলা যুবলীগের সদস্য ইয়াহিয়া রাজু, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক হাবিবুর রহমান, ছাত্রলীগ নেতা ফজলুর রহমান, আব্দুস সালাম মিন্টুূসহ আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগসহ সহযোগী সংগঠনের নেতা-কর্মী ও সুধীজনেরা।