প্রকাশ: ১৯ মার্চ, ২০২১ ১২:৩১ অপরাহ্ন
মণিরামপুর (যশোর) প্রতিনিধি : মণিরামপুরে সড়ক দূর্ঘটনায় আব্দুস সাত্তার(৪০)নামে এক যুবক মারা গেছে। তিনি উপজেলার ঘুঘুরাইল গ্রামের জোনাব আলী দফাদারের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, গত বুধবার (১৭মার্চ) এশার নামায আদায় করার জন্য আব্দুস সাত্তার স্থানীয় ঘুঘুরাইল চাতালমোড় বাজারের মসজিদে যাবার জন্য রাস্তা পার হচ্ছিল। এ সময় রাজগঞ্জ-মণিরামপুর গামী একটি মোটরসাইকেল আব্দুস সাত্তারকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন।
ঘটনার পরপরই স্থানীয় লোকজন তাকে আশংকাজনক অবস্থায় উদ্ধার করে দ্রæত মণিরামপুর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে মণিরামপুর থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে থানায় নিয়ে যান।
বৃহস্পতিবার বিকেলে ময়নাতদন্ত শেষে পুলিশ লাশটি পরিবারের কাছে হস্তান্তর করেন। নিহত আব্দুস সাত্তার পেশায় একজন দীনমজুর।
গত কয়েকবছর ধরে শারিরীকভাবে অসুস্থ্য হয়ে পড়ায় স্থানীয় বাজারের ফুটপাতে পাফর ও শিশু খাদ্য বিক্রি করে যা আয় হতো তাই দিয়েই তিনি স্ত্রী ও দুই ছেলে মেয়েসহ সংসারে খরচ চালাতো। তার আকষ্মিক মৃত্যুতে স্বজনদের মাঝে নেমে এসেছে শোকের ছায়া। বৃহস্পতিবার আছরবাদ নামাজে জানাযা শেষে তার দাফন সম্পন্ন হয়েছে।