ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

বঙ্গবন্ধুর ডাকে নিরস্ত্র বাঙ্গালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল : প্রতিমন্ত্রী ভট্টাচার্য্য


প্রকাশ: ১৩ মার্চ, ২০২১ ১১:৩৩ পূর্বাহ্ন


বঙ্গবন্ধুর ডাকে নিরস্ত্র বাঙ্গালি যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল : প্রতিমন্ত্রী ভট্টাচার্য্য

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাঙ্গালি জাতিকে পাকিস্তানি শাসন শোষনের হাত থেকে মুক্ত করার জন্য প্রতিবাদবিমুখ নিরস্ত্র বাঙ্গালীদের সংগঠিত করে স্বাধীনতার ডাক দিয়েছিলো। 

১৯৭১ সালে বঙ্গবন্ধরু ডাকে সাড়া দিয়ে এদেশের নিরস্ত্র দামাল ছেলেরা জীবনের মায়া ত্যাগ করে জীবনবাজি রেখে মুক্তিযুদ্ধে ঝাঁপিয়ে পড়ে এদেশকে স্বাধীন করেছিল। বঙ্গবন্ধুর নেতৃত্বে মহান মুক্তিযুদ্ধে বিজয় লাভের মধ্য দিয়ে সেদিন বাংলাদেশ স্বাধীন হয়েছিল বলেই আমাদের আত্মসম্মান, আত্মমর্যাদা আজ বিশ্বদরবারে মাথা উচু করে দাঁড়িয়ে আছে। 

আমরা এখন সারা বিশ্বে বাঙ্গালী হিসেবে সম্মানের সাহিত পরিচয় দিতে পারি।  জাতির জনকের জন্মশত বার্ষিকী ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী অনুষ্ঠান উপলক্ষে আঞ্চলিক নাগরিক কমিটির আয়োজনে মণিরামপুরের পেয়ারাতলা মোড়ে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়  প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

আঞ্চলিক নাগরিক কমিটির আহবায়ক আলহাজ্জ্ব নূরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান বক্তার বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও পৌর মেয়র অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান। উপজেলা ছাত্রলীগের যুগ্ম আহবায়ক ফজলুর রহমানের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের তরুননেতা অ্যাড. বশির আহমেদ খান, উপজেলা যুবলীগের আহবায়ক ও উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান উত্তম চক্রবর্তী বাচ্চু, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ইউপি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, খানপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান গাজী মোহাম্মদ আলী, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও ইউপি চেয়ারম্যান মনিরুজ্জামান মনি, পৌর আওয়ামীলীগের সভাপতি আমজাদ হোসেন, শ্যামকুড় ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি শাহিনুর রহমান, পৌর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও পৌর কাউন্সিলর কামরুজ্জামান কামরুল, খানপুর ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ মিলন ও উপজেলা ছাত্রলীগের আহবায়ক মুরাদুজ্জামান মুরাদ। 

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন জেলা পরিষদ সদস্য গৌতম চক্রবর্তী, উপজেলা যুব মহিলা লীগের সভাপতি ও উপজেলা ভাইস চেয়ারম্যান কাজী জলি আক্তার, প্রতিমন্ত্রীর এপিএস কবির খান, উপজেলা যুবলীগের সাবেক সভাপতি দেবাশিষ সরকার বাবু, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিল্টন, পৌর যুবলীগের সভাপতি এসএম লুৎফর রহমান, সাধারণ সম্পাদক রবিউল ইসলাম রবি, ওয়ার্ড কাউন্সিলর গীতা রানী কুন্ডু, বাবুলাল চৌধুরী, আইয়ুর পাটওয়ারী, সুমন দাস, প্রতিমন্ত্রীর ব্যাক্তগত কর্মকর্তা গাজী আসাদ, পৌর পূজা উদ্যাপন পরিষদের সাধারণ সম্পাদক পলাশ ঘোষ প্রমুখ।


   আরও সংবাদ