ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

মণিরামপুরে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনের প্রস্তুতি সভা


প্রকাশ: ১৩ মার্চ, ২০২১ ১১:২৪ পূর্বাহ্ন


মণিরামপুরে বঙ্গবন্ধুর জন্মদিন উদযাপনের প্রস্তুতি সভা

মণিরামপুর (যশোর) প্রতিনিধি : বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে মণিরামপুর উপজেলার রাজগঞ্জে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। 

শুক্রবার বিকেলে স্থানীয় ঝাঁপা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে এ সভা অনুষ্ঠিত হয়।  ঝাঁপা ইউনিয়ন আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি অবসরপ্রাপ্ত শিক আকবার হোসেনের সভাপতিত্বে এ সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য।

ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা এসএম কওছার আহম্মেদের পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও মণিরামপুর পৌর মেয়র আলহাজ¦ অধ্য কাজী মাহামুদুল হাসান ও উপজেলা  ভাইস চেয়ারম্যান ও উপজেলা যুবলীগের আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ও উপজেলা আওয়ামীলীগ নেতা এ্যাড. বশির আহম্মেদ খান, ঝাঁপা ইউপি চেয়ারম্যান শামছুল হক মন্টু, চালুয়াহাটি ইউপি চেয়ারম্যান আব্দুল হামিদ সরদার, মশ্মিমনগর  ইউপি চেয়ারম্যান আবুল হোসেন, হরিহরনগর ইউপি চেয়ারম্যান মাষ্টার জহুরুল ইসলাম, চালুয়াহাটি ইউনিয়ন আওয়ামীলীগের আহবায়ক প্রভাষক আবুল হাসান,উপজেলা কৃষকলীগের সাধারণ সম্পাদক আবুল ইসলাম, উপজেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক স.ম আলাউদ্দিনসহ বিভিন্ন ইউনিয়ন আওয়ামীলীগ,যুবলীগ,ছাত্রলীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।


   আরও সংবাদ