প্রকাশ: ১১ মার্চ, ২০২১ ১১:২১ পূর্বাহ্ন
মণিরামপুর (যশোর) সংবাদদাতা : ১৭টি ইউনিয়ন নিয়ে গঠিত দেশের দ্বিতীয় বৃহত্তম যশোরের মণিরামপুর উপজেলার ১৬টি ইউনিয়নে চলতি ২০২১ সালে নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন কমিশনের তফশিল বর্ণিত প্রথম ধাপে মণিরামপুর উপজেলার কোন ইউনিয়নের নির্বাচনের ঘোষণা নেই।
তবে পরবর্ত্তী ধাপে হরিহরনগর ইউনিয়ন বাদে অত্র উপজেলার ১৬টি ইউনিয়নের নির্বাচন হতে পারে এমন ধারনা পেয়ে প্রতিটি ইউনিয়নের সম্ভাব্য চেয়ারম্যান,সাধারন সদস্য ও সংরক্ষিত সদস্য পদ প্রার্থীরা বেশ জোরে-সোরেই নির্বাচনী এলাকায় ব্যাপক গনসংযোগ চালাচ্ছেন।
চেয়ারম্যান পদে দলীয় মনোনয়ন পাবার লক্ষ্যে বিশেষ করে ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের সম্ভাব্য প্রার্থীরা দলীয় লবিং-গ্রুপিংয়ে বেশ তৎপরতা চালাচ্ছেন বলে প্রাপ্ত তথ্যে জানা গেছে। বিভিন্ন সুত্র মতে, ১৬টি ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রায় শতাধিক সম্ভ্যাব্য প্রার্থী এলাকায় গনসংযোগ অব্যাহত রেখেছেন।
প্রতিটি ইউনিয়নের গ্রাম-গঞ্জ,হাট-বাজার ও এলাকার গুরুত্বপূর্ণ পয়েন্টে সম্ভাব্য প্রার্থীরা দোয়া ও আর্শিবাদ চেয়ে ব্যানার-ফেস্টুন সেটেছেন। বিএনপি’র নির্বাচনে অংশগ্রহণ নিয়ে সংশয় দেখা দেওয়ায় নির্বাচনী মাঠে আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা বেশী চাঙ্গা রয়েছে। আওয়ামীলীগের সম্ভাব্য প্রার্থীরা ভোটের মাঠ দখলে রাখতে এবং নিজেদের স্ব-স্ব অবস্থান তৈরিতে মোটরসাইকেল শোডাউন ও সভা-সমাবেশ করছেন বলে বিভিন্ন এলাকাবাসী সুত্রে জানা গেছে। জানা গেছে, উপজেলার ১ নং রোহিতা ইউনিয়নে আওয়ামীলীগ ও বিএনপি’র কয়েকজন সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থী নির্বাচনে প্রতিদ্ধিতার লক্ষ্যে নির্বাচনী মাঠে থেকে গনসংযোগ অব্যাহত রেখেছেন।
আওয়ামী লীগের একাধিক প্রার্থীর নামা প্রচারনায় আসলেও দলীয় মনোনয়ন লড়াইয়ে বর্তমান চেয়ারম্যান ও উপজেলা কৃষকলীগ নেতা আনসার আলী সরদার, ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজুর রহমান বেশ এগিয়ে আছেন বলে প্রচার পাচ্ছে। তবে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি হাফিজুর রহমান আসন্ন ইউপি নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে পারেন বলে এলাকায় বেশ প্রচার রয়েছে।
বিএনপি যদি নির্বাচনে অংশ গ্রহণ করেন তবে ইউনিয়ন বিএনপি’র সভাপতি ও সাবেক চেয়ারম্যান মিজানুর রহমান দলীয় মনোনয়ন নিয়ে নির্বাচনে লড়বেন বলে জানা গেছে।
সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের পাশাপাশি এই ইউনিয়নের সাধারন ৯টি ওয়ার্ড ও সংরক্ষিত ৩টি ওয়ার্ডে প্রায় অর্ধশতাধিক সম্ভাব্য প্রার্থী নির্বাচনী মাঠে আগাম প্রচার প্রচারনা চালাচ্ছেন। ফলে আসন্ন ইউপি নির্বাচনকে সামনে রেখে উপজেলার ১নং রোহিতা ইউনিয়নে সম্ভাব্য প্রার্থী ও ভোটার সাধারনের মাঝে নির্বাচন নিয়ে বেশ প্রাণ চাঞ্চল্য দেখা দিয়েছে।