প্রকাশ: ১০ মার্চ, ২০২১ ১০:০০ পূর্বাহ্ন
বেনাপোল থেকে আশানুর রহমান : যশোরের শার্শা সীমান্ত থেকে পৃথক অভিযানে ৪০ বোতল ফেনসিডিল, ৪৭০ গ্রাম গাঁজা ও জুয়া খেলার সময় এক হাজার ৫৮০ টাকা সহ ১১ জন আসামিকে আটক করেছে পুলিশ।
বুধবার (১০ মার্চ) সকাল থেকে দুপুর পর্যন্ত পৃথক অভিযানে তাদের আটক করে শার্শা থানা পুলিশ।
আটককৃতরা হলো, ডাবলু হোসেন (৪০), রফিক হাসান (২১), রাশেদুল ওরফে রাসেল (২৯), মামুন ফকির (২৪), জিয়াউর রহমান (৪০), সাহেব আলী (২১), মুন্তাজুল (৩০), মমিন (৪৫), জাকির হোসেন (৩০), নাসিম উদ্দিন (২৫) ও রনি হোসেন (৩৩)।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে, পৃথক অভিযান চালিয়ে জুয়া খেলার ও মাদক বেচাকেনার সময় ৪০ বোতল ফেনসিডিল, ৪৭০ গ্রাম গাঁজা এবং ১৫৮০ টাকা সহ তাদের আটক করা হয়।
শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, আসামিদের বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন এবং জুয়া আইনে মামলা রুজু হয়েছে।