ঢাকা, মঙ্গলবার, ১৬ ডিসেম্বর ২০২৫, ২ বৈশাখ ১৪৩২, ২৫ জ্বমাদিউল সানি ১৪৪৭

যশোরে ৮০ লাখ টাকা সোনার সহ আটক এক


প্রকাশ: ১০ মার্চ, ২০২১ ১২:৪৭ অপরাহ্ন


যশোরে ৮০ লাখ টাকা সোনার সহ আটক এক

বেনাপোল থেকে আশানুর রহমান : যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে ১০ পিস সোনার বার সহ আব্দুল ওহাব (৪০) নামের এক পাচারকারীকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

মঙ্গলবার বিকালে তাকে আটক করে বিজিবি সদস্যরা। আটক আব্দুল ওহাব বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।

বিজিবি জানায়, গোপন খবরে জানা যায়, একজন সোনা পাচারকারী বিপুল পরিমাণ সোনার চালান নাভারন বাজার থেকে ইজিবাইকে নিয়ে বেনাপোলের উদ্দেশ্যে রওনা হয়েছে। এমন সংবাদে আমড়াখালী বিজিবি চেকপোস্টের বিজিবি সদস্যরা টহল জোরদার করে। পরে, সন্দেহজনকভাবে এক ইজিবাইকে অভিযান চালান হয়। এবং ওই ইজিবাইকে থাকা আব্দুল ওহাবকে আটক করা হয়। এসময় তার শরীরে তল্লাশি করে ১০ পিস সোনার বার। যার ওজস এক কেজি এক'শ ৬৩ গ্রাম। আনুমানিক বাজার মূল্য প্রায় ৮০ লাখ টাকা।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল সেলিম রেজা বিষয়টি নিশ্চিত করে বলেন, আটক পাচারকারীর নামে মামলা দিয়ে তাকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।


   আরও সংবাদ