প্রকাশ: ৬ মার্চ, ২০২১ ০৮:০১ পূর্বাহ্ন
মণিরামপুর (যশোর) সংবাদদাতা : সাতক্ষীরার স্বেচ্ছাসেবী সংগঠন ‘সেবা সংসদ’ মণিরামপুরের রাজগঞ্জে মাদক বিরোধী প্রচারাভিযান চালিয়েছে।
শনিবার (৬ মার্চ) সকালে মোটরসাইকেলযোগে ৫০ সদস্যের একটি স্বেচ্ছাব্রতী টীম মাদকের করাল গ্রাস থেকে যুব সমাজকে নিরাপদ রাখা ও এর ভয়াবহতা রোধে তথা সুস্থ্য ও সুখি পরিবার এবং সমাজ গঠনের প্রত্যয়ে সাতক্ষীরার ভোমরা স্থল বন্দর থেকে রওনা হয়ে কলারোয়া উপজেলা সদর হয়ে বেলা ২টার দিকে মণিরামপুর উপজেলার পর্যটন নগরী রাজগঞ্জে এসে পৌছান।
সুসজ্জিত এ টিমের সদস্যরা এক সংক্ষিপ্ত যাত্রাবিরতি ও মধ্যাহৃ ভোজের জন্য ঝাঁপা ইউনিয়ন পরিষদ সভা কক্ষে সমবেত হন। এ সময় সেবা সংসদ সংগঠনের সভাপতি সারঈ মোঃ কাউসার এক সংক্ষিপ্ত ব্রিফিংয়ে সংগঠনের মাদক বিরোধী প্রচারাভিযানের লক্ষ্য ও উদ্দ্যেশ্য নিয়ে সংক্ষিপ্ত ব্রিফিং দেন।
এ সময় সংগঠনের সহ-সভাপতি ডাঃ ইসরাইল হোসেন,সাতক্ষীরার এই মানব কল্যাণ মুখী সংগঠনের আহবানে সাড়া দিয়ে রাজগঞ্জে মাদক বিরোধী প্রচারাভিযান কালে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করেন সুজন-সুশাসনের জন্য নাগরিক মণিরামপুর উপজেলা কমিটির সভাপতি ও মণিরামপুর মহিলা ডিগ্রি কলেজের সহযোগী অধ্যাপক আব্বাস উদ্দীন।
কোষাধ্যক্ষ মহিবুল্লাহ, সাংগাঠনিক সম্পাদক মোতাহার নেওয়াজ মিনাল, কার্যকরী সদস্য ও স্থানীয় ইউপি সদস্য শামছুর রহমান, অ্যধাপক রজব আলী, শিক্ষক রমেশ চন্দ্র ঘোষ, হিতৈষী বাগেরহাট মোংলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা জাহিদুর রহমানসহ সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও সদস্যগন উপস্থিত ছিলেন।
এরপর সেবা সংসদের সদস্যগণ রাজগঞ্জ ঝাঁপা বাঁওড়ের দু’টি ভাসমান সেতু পরিদর্শনকালে স্থানীয় জনগন ও সেতুতে আগন্তক পর্যটকদের মাঝে মাদক বিরোধী প্রচারাভিযানের প্রচারপত্র, লিফলেট বিতরণ করেন।