প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২১ ১১:৪৭ পূর্বাহ্ন
টাঙ্গাইল থেকে আল মামুন : আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে টাঙ্গাইলের ঘাটাইল উপজেলার বকশিয়া গ্রামবাসীরা পেল বিনামূল্যে ঔষধ ও চিকিৎসা সেবা।
রোববার সকালে ৩৫ নং বকশিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ে অনলাইন হেলথ সার্ভিস (তাহিমের) এবং রঙ্গিন ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে এই কর্মসূচির আয়োজন করা হয়।
গণস্বাস্থ্য সমাজ ভিত্তিক মেডিকেল কলেজের শিক্ষার্থীদের তত্বাবধানে দিনব্যাপী ৩ জন চিকিৎসক ২০০ অসহায় রোগীকে বিনামূল্যে এই চিকিৎসা সেবা দেন।
এসময়ে উপস্থিত ছিলেন রঙ্গিন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা আবু নাসের মানিক। তিনি বলেন, 'আজ আমরা ২০০ অসহায় রোগীকে সেবা দিতে পেরেছি। এখানকার সুবিধাবঞ্চিত মানুষেরা যেন চিকিৎসার অভাবে না ভূগে সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস।'
উল্লেখ্য, অনুষ্ঠানটির সার্বিক সহায়তা করেছে রোটারি ইন্টারন্যাশনাল ক্লাব অব টাঙ্গাইল, আল সেফা ক্লিনিক, জেমি মেডিসিন কর্নার, রঙ্গিন ট্রেড এন্ড কমার্স, ও তরঙ্গ।