প্রকাশ: ২১ ফেব্রুয়ারী, ২০২১ ১২:৩৬ অপরাহ্ন
মণিরামপুর (যশোর) সংবাদদাতা : যশোর থেকে প্রকাশিত ‘দৈনিক প্রতিদিনের কণ্ঠ’ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার সকালে মণিরামপুর প্রেসকাব মিলনায়তনে কেক কেটে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি মণিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও পৌর মেয়র আলহাজ্জ্ব অধ্যক্ষ কাজী মাহমুদুল হাসান।
মণিরামপুর প্রেসকাবের সহসভাপতি জিএম ফারুক আলমের সভাপতিত্বে এ অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মণিরামপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন।
সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক গ্রামের কন্ঠ পত্রিকার প্রকাশক শাহরিয়ার আলম খান। এছাড়া উপস্থিত ছিলেন দৈনিক প্রতিদিনের কন্ঠ পত্রিকার প্রকাশক ও সম্পাদক শাহিনুর রহমান পান্না, ব্যবস্থাপনা সম্পাদক আশিকুর রহমান, ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তাকিম সাকিব, মণিরামপুর প্রেসকাবের ভারপ্রাপ্ত সম্পাদক হরুন-অর-রশিদ সেলিম, দপ্তর সম্পাদক অশোক কুমার বিশ্বাসসহ আমন্ত্রিত সাংবাদিক ও অতিথিবৃন্দ।