প্রকাশ: ১৯ ফেব্রুয়ারী, ২০২১ ১০:৪৫ পূর্বাহ্ন
বেনাপোল থেকে আশানুর রহমান : অভাব অনটন ও পারিবারিক অশান্তির কারনে নেশা গ্রস্ত খোকন নামে এক যুবক গলায় ফাঁসি দিয়ে মারা গেছে।
শুক্রবার বিকেল ৫ টার সময় খোকন মিয়া (৩৭) নামে ওই যুবক তার শশুর বাড়ি নামাজগ্রামে আমগাছের সাথে গলায় রশি দিয়ে মারা যায়।
পুলিশ লাশ উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। খোকন শার্শার কামারবাড়ি গ্রামের রওনক আলীর ছেলে। সে বেনাপোল গাজিপুর গ্রামে শশুর পুটে মোড়ল এর বাড়ি বসবাস করত। স্থানিয় জাকির জানায় খোকন একজন নেশাগ্রস্ত যুবক।
সে বেনাপোল চেকপোষ্ট এলাকায় পাসপোর্ট এর কাজ করত। করোনাকালীন সময় চেকপোষ্ট এলাকায় কাজ না থাকায় অভাব অনটনের সংসারে প্রায় গোন্ডগোল লেগে থাকত। এছাড়া সে মাদক জাতিয়দ্রব্য নেশা করত।
বেনাপোল পোর্ট থানা এস আই মোস্তাফিজুর রহমান বলেন, লাশ উদ্ধার করে থানায় আনা হয়েছে। এখনো কোন অভিযোগ হয়নি। যেটুকু জানতে পেরেছি সে নেশার টাকা নিয়ে অভাব অনটনের সংসারে প্রায় গন্ডোগোল করত। লাশ ময়না তদন্তর জন্য যশোর মর্গে পাঠানো হয়েছে।